সব
৬জুলাই(চট্টগ্রাম)নগরীর ইপিজেড থানাধীন ৩৯নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডে ঐতিহ্যবাহী সেবামূলক পেশাজীবী সংগঠন”প্রাইভেট চিকিৎসক কল্যাণ সমিতি(প্রাচিকস) এর ২০২৪-২৫ ইং দ্বি-বার্ষিক নির্বাচন ৬ জুলাই,শনিবার দিনব্যাপী সম্পন্ন হয়েছে।১১৫ সদস্যর মধ্যে ২১ পদে দুটি প্যানেল অংশগ্রহণ করে।
এতে প্রাপ্ত ফলাফলে মারুফ-রাসেল পরিষদের সভাপতি-মারুফ রহমান মনু,সাধারণ সম্পাদক-আনোয়ার হোসেন রাসেল,সহ-সাধারণ সম্পাদক – উত্তম মজুমদার,সহ-সভাপতি- পি.কে.দাশ,অর্থ সম্পাদক-নারায়ণ দে
(জামাল-মেজবাহ পরিষদ)সাংগঠনিক সম্পাদক-কে এম মাজহারুল হক,সহ-সাংগঠনিক সম্পাদক-রাজিব চৌধুরী,সহ-দপ্তর সম্পাদক: মোঃমাহফুজুর রহমান,প্রচার সম্পাদক-মোঃনাসির উদ্দিন,সহ-প্রচার সম্পাদক-মোঃহাসান মীর,মহিলা সম্পাদিকা- লায়লা আরজুমান বানু,সহ-মহিলা সম্পাদিকা-রত্না রানী দে,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক-বিশ্বজিৎ দত্ত,
সাহিত্য সমাজ কল্যাণ সম্পাদক-অমর দাশ,কার্যকরী সদস্য-১)জয় দত্ত বড়ুয়া ২)মোঃএমরান হোসেন(মারুফ-রাসেল পরিষদ)।এছাড়া জামাল-পি.কে দাশ- মেজবাহ পরিষদ)থেকে ৩)রতন দাশ
৪)সজল বড়ুয়া ৫)এম এ মনছুর
সদস্য নির্বাচিত হয়েছেন বলে প্রধান নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।দিন ব্যাপী নির্বাচনের দায়িত্ব পালন করছেন সংগঠনের সাবেক সভাপতি ডাঃমোঃইউসুফ।
মন্তব্য