সব
১৪ জুলাই সিএমপির ইপিজেড থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হোছাইন ও পুলিশ পরিদর্শক(তদন্ত)মোঃজামাল উদ্দিনের নেতৃত্বে এএসআই(নি.)মোঃ আবুল হোসেনের অভিযানে ইপিজেড থানা এলাকায় পরিচালনা করে ৫ বছরের সাজা প্রাপ্ত মোঃমাহফুজকে গ্রেফতার করেছে।
“তার বিরুদ্ধে”ইপিজেড থানার মামলা নং-১৫(১)১৬,জিআর-১৫/১৬,দায়রা-৩৬৪৫/১৬,ধারা- ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১)এর ৯(খ)প্রসেস নং- ২১/২৪ সংক্রান্তে বিজ্ঞ আদালত কর্তৃক ৫ (পাঁচ)বছরের কারাদণ্ডাপ্রাপ্ত হন।সাজা প্রাপ্ত আসামি মোঃমাহফুজকে গতরাতে গোপন সংবাদের ভিত্তিতে ইপিজেড এলাকার একটি ভাড়া বাসা থেকে গ্রেফতার করে।
ইপিজেড থানা পুলিশের অপর একটি অভিযানে অর্থজারি মোকদ্দমা নং- ৮৭০/২০২৩,ধারা- অর্থঋণ আদালত আইন ২০০৩ এর ৩৪ (১)প্রসেস নং- ১২৭/২৪ সংক্রান্তে বিজ্ঞ আদালত কর্তৃক ৬ মাসের কারাদণ্ডপ্রাপ্ত সিআর সাজা পরোয়ানাভুক্ত আসামি মোঃ সাইদুল আরেফিন চৌধুরী নোমানকে গ্রেফতার করেছে।
মন্তব্য