কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে তাঁর প্রতিকৃতিতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।আজ বৃহস্পতিবার(১৫ আগস্ট)সকাল ৮টায় স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপজেলা পরিষদ চত্বরে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস,সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ,সহসভাপতি মুজিবুর রহমান হাওলাদার,গোলাম কিবরিয়া দাড়িয়া,যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম অহিদুল ইসলাম,কামাল হোসেন শেখ,সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা,ইউপি চেয়ারম্যান মাজাহারুল আলম পান্না, রাফেজা বেগম,যজ্ঞেশ্বর বৈদ্য অনুপ, তুষার মধু,উপজেলা যুবলীগের সভাপতি ফজলুর রহমান দিপু,সাধারণ সম্পাদক বাবুল হাজরা,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী খায়রুল রাজ্জাক খসরু,সাধারণ সম্পাদক বাবলু হাজরা,যুবলীগ নেতা দুলাল শেখ,শেখ কাইয়ুম হোসেন, তাইজুল ইসলাম,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি স্বপন তালুকদার, সাধারণ সম্পাদক শামিম দাড়িয়াসহ আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ বলেন, প্রতিবছরের মতো এবারও আমরা নানা আয়োজনের মধ্য দিয়ে শোক দিবস পালন করছিঅপরদিকে বিগত ১৭ বছর ধরে বিএনপি ও সমমানা দলের হাজার হাজার নেতাকর্মীদের গুম,খুন, হত্যা,ধর্ষণ,সর্বশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপরে নির্বিচারে গুলি বর্ষণ করে হাজার হাজার প্রাণ কেড়ে নেয়া সদ্য বিদায়ী স্বৈরাচারী খুনি সরকারের পৃষ্ঠপোষক ও মদদ দাতাদের বিচারের দাবিতে কোটালীপাড়ায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে উপজেলা বিএনপি,যুবদল ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।আজ ১৫ ই আগষ্ট বেলা ১১ টায় পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক অলিউর রহমান হাওলাদার এর বাড়িতে এই বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হয়।
উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবুল বসার হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ফায়েকুজ্জামান শেখ,পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দারিয়া,পৌর সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম খলিফা, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ হান্নান শেখ,উত্তর কোটালীপাড়া রাধাগঞ্জ ইউনিয়নের যুব নেতা রাসেল খন্দকার প্রমূখ বক্তব্য রাখেন।তবে কোটালীপাড়া উপজেলা একটি শান্তিপ্রিয় উপজেলা হিসেবে পরিগণিত হওয়ায়,দুই দলই বারাল্টাপাল্টি কর্মসূচি গ্রহণ করলেও কোন প্রকার অপ্রীতিক ঘটনার খবর পাওয়া যায়নি।
১৫/০৮/২৪ ইং
মন্তব্য