সব
২৩ আগষ্টন গরীর বন্দর-ইপিজেড পতেঙ্গা কমিটির ডিএইএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির ২০২৪-২৬ ইং কার্যকরী কমিটির নব-নির্বাচিতদের শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান শুক্রবার বিকেলে একটি কমিউনিটি সেন্টারে সম্পন্ন হয়েছে ।
দ্বিতীয় পর্বে সোসাইটির বিভিন্ন স্তরের দায়িত্বশীল ব্যক্তিবর্গ কে সংগঠনের পক্ষ থেকে স্মারক সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।উপদেষ্টা কমিটির সদস্য ডাঃমোঃ আবুল কাশেমের সভাপতিত্বে ও ডাঃ মোঃহাফিজুর রহমান রিয়াদের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত আলোচক অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসনের চট্টগ্রাম বিভাগীর অধিদপ্তরের তত্ত্বাবধায়ক অফিসার মোঃফজলুল হক,বিশেষ অতিথি ছিলেন জাকির হোসেন চসিক হোমিও মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা:এম এইচ আর রেজাউল করিম,দ্যা হোপ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোঃআব্দুল গনি।
অভিষেক অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নব-নির্বাচিত সভাপতি ডাঃমোঃ আবুল বাশার,সাঃসম্পাদক মোঃ আব্দুল খালেক মিয়া,সাংগঠনিক সম্পাদক ডাঃমোআহসান হাবীব, সিনিয়র সহ-সভাপতি ডাঃশামীম সিকদার,সহ-সভাপতি মোঃনাজিম উদ্দিন চৌধুরী,সহ-সভাপতি ডাঃসানু দাশ,ডাঃআমির হোসেন,
ডাঃরিপন কান্তি দেবনাথ,সাবেক সাধারণ সম্পাদক ডাঃএস 7 এমরান,উপদেষ্টা সদস্য ডাঃএস কে বড়ুয়া,হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের শিক্ষক প্রতিনিধি ডাঃমোঃগোলাম হোসেন,উপদেষ্টা কমিটির সদস্য ডামোঃশহিদুল ইসলাম, ডাঃমোঃজালাল উদ্দিন,যুগ্ম সম্পাদক ডাঃমোঃশামসুজ্জামান,অর্থ সম্পাদক মোঃরহীম উদ্দিন চৌধুরী,মহিলা বিষয়ক সম্পাদক মিসেস রেজিয়া বেগম রীমা,সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন।
মন্তব্য