সব
২৮আগষ্ট পতেঙ্গা-হালিশহরের ঐতিহ্যবাহী হালিশহর একাদশ ক্লাব পরিচালিত দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি কে চট্রগ্রাম মহানগরীর বিশিষ্ট ক্রীড়া সংগঠক,প্রত্যাশা ক্লাবের সভাপতি এ এম এম মহিউদ্দিন খালেদ মুন্না’র পক্ষ থেকে ৬টি ফুটবল উপহার প্রদান করা হয়েছে।
আজ বুধবার বিকেলে সিডিএ বালুর মাঠে ক্রীড়া সংগঠক মুন্নার পক্ষে উপহার তুলে দেন সাবেক ইস্পাত একাদশের ফুটবলার ও একাডেমির উপদেষ্টা কোচ মোঃআলাউদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন টিম ম্যানেজার ও পরিচালক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা,পরিচালক,মানবাধিকার সংগঠক মোঃখলিলুর রহমান হাওলাদার,সহকারী কোচ মোঃ মামুন,মাঠ সমন্বয়কারী মোঃআমির খন্দকার,সিনিয়র সদস্য মোঃআইয়ুব, মোঃরাহুল,মোঃরাহাত হাসান সহ একাডেমির সকল ফুটবলারগণ।
আগামী শনিবার বিকেলে সিনিয়র টিমের প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে নিউ সানফ্লাওয়ার স্পোর্টিং ক্লাবের সাথে।
এছাড়া কিশোর ফুটবল লিগের প্র্যাকটিস সেশন চলমান রয়েছে।
মন্তব্য