সব
২৯ আগষ্ট বিগত ২০ আগষ্ট ‘২৪ ইং তারিখে একটি অনলাইন গণমাধ্যমে (অনলাইন বার্তা বাজার)পত্রিকায় চট্টগ্রামের এসএওসিএল প্রতিষ্ঠানে আঃলীগের সহযোগী সংগঠন শ্রমিক লীগের নাম ব্যবহার করে মিথ্যা তথ্য ও ভূয়া,ভিত্তিহীন-বানোয়াট,মনগড়া এবং অনৈতিক কর্মকান্ডে জড়িয়ে
মোঃআজগর-জাফর সেন্ডিকেটের রাজত্ব শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছেন স্টান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানী ওয়ার্কার্স ইউনিয়নের নেতৃবৃন্দরা।ঐ নিউজে বিদায়ী আঃলীগ সরকারের কর্মসূচি পালন এবং প্রবীণ কর্মকর্তা,কর্মচারীদের মারধর এবং চাঁদাবাজি,হুমকি সহ ক্ষমতার অপব্যবহারের অভিযোগ দিয়ে মনগড়া সংবাদ প্রকাশ করে সংগঠনের সভাপতি ও কোষাধ্যক্ষ এর নামে চরম বৈষম্যের শিকার হতে হয়।
উল্লেখ্য যে,অত্র সংগঠনের দীর্ঘ ১০বছর নির্বাচন না দেওয়া এবং গত ২৪/০৭/২০২৪ইং শ্রম আইন অনুযায়ী অত্র সংগঠনের চট্ট -২৯৪৬ রেজিঃ মূলে ট্রেড ইউনিয়ন করার কারণেই প্রতিপক্ষের লোকজন গুজব ছড়িয়ে তাদের কে সামাজিক ও পারিবারিক এবং সাংগঠনিক ভাবে হেনস্থা করার চেষ্টা করছে।প্রকাশিত ঐ সংবাদটিতে ম্যানেজমেন্ট ও সংগঠনের দায়িত্বশীলদের সঠিক বক্তব্য না নিয়েবা মূল বক্তব্য না দিয়েই অনলাইনে প্রকাশ করে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন। ভবিষ্যতে অনলাইন পত্রিকা,গনমাধ্যমে সঠিক তথ্য,উপাত্ত দিয়ে নিউজ করা সহ নীতিমালার আলোকে যত্নবান হওয়ার অনুরোধ করছি,অন্যথায় ভূল তথ্য ও অস্বচ্ছ কথা ও লেখুনির জন্য উক্ত অনলাইন বার্তা বাজার পত্রিকার স্টাফ রিপোর্টার,সম্পাদক ও প্রকাশক গণ কে কঠিন আইনের আওতায় পড়তে পারেন।
উল্লেখিত মনগড়া-ভিত্তিহীন সংবাদটি প্রত্যাহার সহ গনমাধ্যমের নিউজ লিংক থেকে সরিয়ে নিতে জোর দাবি জানাচ্ছি।অন্যথায় ভূল তথ্য প্রযুক্তি, মিথ্যা ভিত্তিহীন-বানোয়াট সংবাদ প্রকাশের অভিযোগে সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে কঠোর আইনের আশ্রয় নিতে বাধ্য হবেন বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে স্টান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানী ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি মোঃআলী আজগর ও কোষাধ্যক্ষ মোঃআবু জাফর জানিয়েছেন।
মন্তব্য