সব
৭সেপ্টম্বর চট্টগ্রামে বাংলাদেশ আউটসোর্সিং শ্রমিক কর্মচারী ফেডারেশন সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা গতকাল শুক্রবার (০৬সেপ্টম্বর)বিকেলে দোস্ত বিল্ডিং চত্বরে ন্যায্য অধিকার ফিরে পেতে এবং বিভিন্ন প্রতিষ্ঠান কর্মরত কর্মচারীদের এক প্রতিবাদী মানববন্ধন-অবস্থান কর্মসূচি পালন করেছে।
বিগত সময়ে চরম বৈষম্যের শিকার হওয়া শ্রমিক কর্মচারীদের ন্যূনতম মজুরি,উৎসব ভাতা,ওভারটাইম স্কেল সংশোধনের সহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আউটসোর্সিং কর্মচারীদের রাজস্ব বিভাগের আওতায় আনতে জোর দাবি জানানো হয়।
তারা আরো দাবি করে বলেন,দীর্ঘ বছর ধরে অস্থায়ী চুক্তি ভিত্তিতে নিয়োগ দেওয়ার পরও পরিকল্পিত ভাবে অনিয়ম,অনৈতিক কর্মকান্ড,মোটা অংকের অর্থ দিয়ে পদবঞ্চিত করে চরম বৈষম্যের শিকার হতে হয়েছে দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তা-কর্মচারী গণ।এর আমূল পরিবর্তন এবং পরিমার্জন সহ অতি দ্রুত আউটসোর্সিং কর্মচারীদের রাজস্ব বিভাগের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও সাবেক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক মোঃমামুন,বাংলাদেশ আউটসোর্সিং শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি মোঃখলিলুর রহমান হাওলাদার,প্রচার সম্পাদক মোঃদেলোয়ার হোসাইন, নির্বাহী সদস্য মোঃহোসেন আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ।এছাড়া কর্মসূচিতে এ্যাপারেলশ লিঃগার্মেন্টস শ্রমিক ইউনিয়ন,বাংলাদেশ ও এসকে গার্মেন্টস শ্রমিক সংহতি,চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন প্রতিষ্ঠানের আউটসোর্সিং কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
উক্ত কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন দেওয়ায় স্বাধীনতা আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সমন্বয়কদের ধন্যবাদ জানানো হয়েছে চট্টগ্রাম জেলা কমিটির নেতৃবৃন্দ।
মন্তব্য