সব
বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের সামনে কোটালীপাড়া বেসরকারি মাধ্যমিক শিক্ষা পরিবারের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন,বাংলাদেশ শিক্ষক সমিতির উপজেলা শাখার সভাপতি সুরেশ দাস,সাধারণ সম্পাদক ইদ্রিসুর রহমান,শিক্ষক হাবিবুর রহমান মুকুল,মামুনুর রশীদ,নন্দ লাল বিশ্বাস প্রমুখ।
শিক্ষকরা বলেন,বৈষম্য দূরীকরণের জন্য মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ ও শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে।একইসঙ্গে জাতীয় করণের পূর্ব পর্যন্ত শিক্ষকদের পদায়ন ও বদলি বন্ধ করতে হবে।
মানববন্ধন শেষে কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসারের নিকট এসব দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করে কোটালীপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবার।২৪/০৯/২৪ ইং
মন্তব্য