সব
০৪ অক্টোবর সিপিজিএ ১ম স্ট্যান্ডার্ড রেটিং স্কুল দাবা প্রতিযোগিতা’র খেলা (বৃহস্পতিবার)বিকাল হতে বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে শুরু হয়েছে।আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেনঃ আন্তর্জাতিক দাবা বিচারক মোঃহারুন অর রশিদ,স্পোর্টস বাংলারে সভাপতি মোঃআরিফুজ্জামান আরিফ,উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের সভাপতি রাহাত হোসেন,মোঃজাহিদ চৌধুরী সলিল, একরামুল হক মাসুদ,মোঃরফিকুল ইসলাম,মোঃমামুন কবীর।উদ্বোধনী অনুষ্ঠানের পরপরই খেলা অঅনুষ্ঠিত হয়।তিনটি গ্রুপে এ প্রতিযোগিতার খেলা অনুষ্ঠিত হচ্ছে।
ছাত্রদের প্রথম হতে পঞ্চম শ্রেনী পর্যন্ত ও ষষ্ঠ হতে দশম শ্রেনী পর্যন্ত এবং ছাত্রীদের জন্য একটি গ্রুপ।প্রথম রাউন্ডের খেলা শেষে বালিকাদের গ্রুপে ৮ জন খেলোয়াড় স্ব-স্ব খেলায় জয়ী হয়ে পূর্ণ পয়েন্ট পেয়েছেন,ছাত্রদের প্রথম হতে পঞ্চম শ্রেনী পর্যন্ত গ্রুপে ১২ জন খেলোয়াড় স্ব-স্ব খেলায় জয়ী হয়ে পূর্ণ পয়েন্ট পেয়েছেন এবং ষষ্ঠ হতে দশম শ্রেনী পর্যন্ত গ্রুপে ১৪ জন খেলোয়াড় স্ব-স্ব খেলায় জয়ী হয়ে পূর্ণ পয়েন্ট পেয়েছে।(শুক্রবার)সকাল ১০-৩০(সাড়ে দশ)টা হতে সকল গ্রুপের দ্বিতীয় রাউন্ডের খেলা শেষে শুরু হবে।
প্রতিযোগিতার প্রতিটি ইভেন্টের খেলা তিন দিন ব্যাপী ৭ সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে এবং বিজয়ীদের নগদ অর্থ,ক্রেস্ট ও মেডেল পুরস্কার দেয়া হবে।Media Committee
Bangladesh Chess Federation
মন্তব্য