“জন্ম ও মৃত্যু নিবন্ধন,আসবে দেশে সুশাসন ”এই স্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায়,গোপালগঞ্জের কোটালীপাড়ায় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২৪ উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এই উপলক্ষে আজ রবিবার বেলা ১০:৩০ মিনিটে একটি রেলী উপজেলা চত্বরে অনুষ্ঠিত হয়।উপজেলা প্রশাসনের আয়োজনে কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শাহিনুর আক্তার এর সভাপতিত্বে, উপজেলা হলরুম লাল সাপলায় এ উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বিভিন্ন ইউনিয়ন থেকে থেকে আগত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,সচিব,গ্রাম পুলিশ,নয়া দিগন্ত পত্রিকার কোটালীপাড়া গোপালগঞ্জ সংবাদদাতা রনী আহম্মেদ সহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক,বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন।
সভায় বক্তারা জন্ম ও মৃত্যু নিবন্ধন এর উপরে দেশের মানুষকে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এবং জন্ম ও মৃত্যু নিবন্ধনের গুরুত্বকে তুলে ধরে আলোচনা করে।জন্ম ও মৃত্যু নিবন্ধন একটি দেশের জনগণের নাগরিক অধিকার নিশ্চিত করে।জন্ম ও মৃত্যু নিবন্ধন না থাকলে সকল প্রকার সরকারি ও নাগরিকত্বের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হতে হয়।
মন্তব্য