সব
১০অক্টোবর কিন্ডারগার্টেন এডুকেশন এসোসিয়েশন(কেয়া)পরিচালিত কেয়া গোল্ড মেডেল বৃত্তি পরীক্ষা-২০২৩ এর বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান ১০ অক্টোবর,বৃহস্পতিবার সকালে হাটহাজারী পৌরসভাস্থ একটি হোটেলের সম্মেলন কক্ষে চেয়ারম্যান মঈনুদ্দিন কাদের লাভলুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
কেয়া’র মহাসচিব অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম মল্লিকের সঞ্চালনায়ে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেয়া’র প্রাক্তন চেয়ারম্যান ও বর্তমান পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ছৈয়দ হাফেজ আহমদ।এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কেয়া’র সাবেক মহাসচিব ও বিশিষ্ট মানবাধিকার সংগঠক অধ্যক্ষ এম.নজরুল ইসলাম খান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রেখেছেন অধ্যক্ষ মোহাম্মদ ওসমান,অধ্যক্ষ মুহাম্মদ সৈয়দুল আজাদ,অধ্যক্ষ মুহাম্মদ টিপু চৌধুরী,মাওলানা সৈয়দ রফিকুল ইসলাম,সাংবাদিক বোরহান উদ্দিন,অধ্যক্ষ মুহাম্মদ শফিউল আলম, অভিভাবক ব্যাংকার মুহাম্মদ গিয়াস উদ্দিন এবং মাওলানা শফিউল আলম প্রমূখ ।
আলোচনা শেষে ট্যালেন্টপুল,এ-গ্রেড এবং জেনারেল গ্রেডে বৃত্তিপৃরাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ ও ক্রেষ্ট প্রদান করা হয় এবং তাদের সংবর্ধনা দেয়া হয়।
মন্তব্য