সব
১১অক্টোবর নগরের ইপিজেড থানাধীন ৩৯নং ওয়ার্ডস্থ সিডিএ বালুর মাঠে ঐতিহ্যবাহী হালিশহর একাদশ ক্লাব আয়োজিত আন্তঃএকাডেমি কাপ ফুটবল ফাইনালের প্রস্তুতি স্বরুপ শুক্রবার সকালে অনুর্ধ্ব ১৬ বয়সীদের এক প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
আয়োজনের শেষ প্রস্তুতি ম্যাচে স্বাগতিক দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি খুবই সুন্দর ও পরিচ্ছন্ন খেলেও ৩ গোল মিচ করে শেষ পর্যন্ত ১ গোলে হেরেছে পতেঙ্গা ফুটবল ট্রেনিং একাডেমির নিকট।খেলার দ্বিতীয়ার্ধে পতেঙ্গার মিড ফিল্ডার ২৬নং জার্সি মোঃইয়াছিন তীব্র শটে নবাগত কিপার মুন্না কে পরাস্ত করে বল জালে জড়িয়ে দেন।এর পর হালিশহরের মিড ফিল্ডার আরাফাত,উইংগার আরিফ এবং আরমান পর পর৩ গোল সাইটবার ও ক্রসবারে লেগে ফিরে আসলে শূন্য থেকে মাঠ ছাড়েন আলাউদ্দিন ও মামুনের গড়া টিম দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি।
খেলা শুরুর প্রাক্কালে অনুর্ধ্ব ১৬টিমের এই শেষ প্রীতি ম্যাচে উভয় টিমের খেলোয়াড়দের সাথে পরিচয় করে খেলার উদ্ধোধন করেন হালিশহর একাদশ ক্লাবের উপদেষ্টা সদস্য ও বিশিষ্ট শিক্ষাবিদ,ক্রীড়া সংগঠকও সমাজ সেবক মোঃইকবাল হোসেন।
এসময় আরো সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমির পরিচালক ও মানবাধিকার সংগঠক মোঃখলিলুর রহমান হাওলাদার,পতেঙ্গা ফুটবল ট্রেনিং একাডেমির কর্মকর্তা ওফুটবলার মোঃদিদারুল আলম পাভেল,সাবেক ফুটবলার মোঃআলাউদ্দিন,টিম ম্যানেজার ও পরিচালক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা,মাঠ সমন্বয়কারী মোঃ আমির খন্দকার,একাডেমির পরিচালনা সদস্য মোঃহানিফ এবং ভার্সয়ালী যুক্ত হয়ে খেলার খোঁজ খবর নেন ও অংশগ্রহণ কারীদের ধন্যবাদ জানান উপ কমিটির সভাপতি মোঃনুরুল আমিন সোহেল,মুক্তিযোদ্ধা সন্তান দেলোয়ার আমিন হারুন,উপদেষ্টা সদস্য মোঃহারুন উর রশীদ(হারুন)।
খেলা পরিচালনা করেন রেফারি মোঃ মামুন,সহকারী ছিলেন রাব্বি ও সাকিব।শীঘ্রই আন্তঃএকাডেমি কাপ ফুটবল ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন ব্যবস্থাপনা উপ কমিটির সদস্য আনিসুর রহমান।
মন্তব্য