সব
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ২০০ বছরের ঐতিহ্যবাহী বিল বাঘিয়ার নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার বিকেল ৩টা থেকে উপজেলার ১ নং কলাবাড়ী ইউনিয়নের বুড়ুয়া হতে কালিগঞ্জ পর্যন্ত এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।
শ্রীশ্রী লক্ষ্মী পূজা উপলক্ষে গতকাল এ বাইচ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আবহাওয়া খারাপ থাকার কারণে তা সম্ভব হয়নি।তিন দিনব্যাপী এই নৌকা বাইচের আজ দ্বিতীয় দিনে বিভিন্ন এলাকা থেকে প্রায় শতাধিক নৌকা অংশগ্রহণ করে।এদের মধ্যে কোষা, পানশি,চিলেকোঠা সহ বিভিন্ন ধরনের নৌকা এই বাইচে অংশগ্রহণ করে।
কলাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান বিজন বিশ্বাস ও উপজেলার প্রশাসনের পক্ষ থেকে এই নৌকা বাইচকে কে কেন্দ্র করে সকল প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরলস কাজ করে জাচ্ছেন।এ উপলক্ষে সাধারণ জনগণের মধ্যে একটি আনন্দঘন পরিবেশ বিরাজ করছে।
জনগণের আশা যে সরকার-ই ক্ষমতায় থাকুক তাতে আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন প্রকার আচার অনুষ্ঠান পূজা অর্চনায় কোন প্রকার বাঁধার সৃষ্টি করবে না বলে আশাবাদ ব্যক্ত করেন।আরেকজন দর্শনার্থী জানান গতবারের চাইতে এ বছরের নৌকা বাইচে বেশি পরিমাণে লোকসমাগম হয়েছে বলে ধারণা করছেন।
আমাদের ২০০ বছরের ঐতিহ্য বংশপরম্পরায় আমরা এই নৌকা বাইচ অনুষ্ঠিত করে আসছি।সরকার তথা প্রশাসনের সহযোগিতা পেলে আগামী বছরে আরো সুন্দরভাবে এই নৌকা বাই অনুষ্ঠিত করতে পারব।
এ সময় কোটালীপাড়া ১ নং করাবারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজন বিশ্বাস এর সার্বিক সহযোগিতায়, উপজেলা নির্বাহী অফিসার শাহিনুর আক্তার,থানা অফিসার ইন চার্জ আবুল কালাম আজাদ,বাঙ্গারহাট নৈ তদন্ত কেন্দ্রের অফিসার মোহাম্মদ ইমদাদুল হক,সাংবাদিক,সুদিজন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে এই নৌকা বাইচ উপভোগ করেন।৯/১০;২৪ ইং
মন্তব্য