সব
গোপালগঞ্জের কোটালীপাড়ায় বাংলাদেশ জামাত ইসলামের কোটালীপাড়া শাখার উদ্যোগে ওলামা মাশাইখদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
কোটালীপাড়া উপজেলা জামাত ইসলামের আমির সুলাইমান গাজীর সভাপতিত্বে সকাল দশটায় রাধাগঞ্জ ইসলামিয়া দাখিল মাদ্রাসায় এ সভা অনুষ্ঠিত হয়।উক্ত সভায় প্রধান অতিথি প্রফেসর মাওলানা রেজাউল করিম আমির বাংলাদেশ জামাত ইসলাম গোপালগঞ্জ জেলা শাখা,
প্রধান বক্তা হযরত মাওলানা আব্দুল হামিদ বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন কেন্দ্রীয় সভাপতি উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন। সভা পরিচালনা করেন জনাব হযরত মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ সেক্রেটারি বাংলাদেশ জামাতে ইসলামী কোটালীপাড়া উপজেলা শাখা।
উক্ত সভায় বক্তারা বলেন, বাংলাদেশের সকল আলেম-ওলামা যদি ঐক্যবদ্ধ হয়ে একই প্লাটফর্মে দাঁড়িয়ে একটি মোর্চা গঠন করতে পারে,তাহলে অচিরে বাংলাদেশ একটি সুন্দর ইসলামী রাষ্ট্র গঠন করা এবং সেই সাথে বাংলার জমিনে ইসলামী শাসন কায়েম করা সম্ভব হবে।
মন্তব্য