সব
২৪আক্টোবর(রাত)চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন ৩৯নং ওয়ার্ডস্থ (সিডিএ রিং রোড এলাকায়)হিলফুল ফুজুল মানব কল্যান পরিষদ আয়োজিত ২৪অক্টোবর,বৃহস্পতিবার রাতে তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান মেহমান ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট আলেমেদ্বীন অধ্যাপক মাওঃমোঃমফিজুর রহমান বলিষ্ঠ কন্ঠে বলেছেন,সুদ ঘুষ জুয়া ইযাবা সেবন মাদকাসক্তি প্রতিরোধে যুবকদের কে এগিয়ে আসতে হবে।
প্রতিটি পাড়া মহল্লায় ঐক্যবদ্ধভাবে সকল অপসংস্কৃতি প্রতিরোধ গড়ে তুলতেও ভবিষ্যত প্রজন্মের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।এছাড়া সকল অসামাজিক কাজ থেকে যুবকদের বিরত সহ নৈতিক চরিত্র ঠিক রাখতে অনুরোধ জানিয়েছেন।দেশ ও সমাজের অন্যায় অবিচার অপশক্তির বিরুদ্ধে অনিবার্য বিপ্লবের প্রস্তুতি নেয়ার আহ্বান করছেন।
সমাজের প্রতিটি স্তরে ইসলামের সঠিক সুমহান দাওয়াত পৌঁছে দিতে হিলফুল ফুজুল তথা শান্তি সংঘ কে নিরালস চেষ্টা অব্যাহত রাখতে বিশেষ অনুরোধ জানান।মাহফিলে অন্যান্যর মধ্যে আরো বয়ান পেশ করেন হক সাহেব জামে মসজিদের সাবেক পেশ ইমাম ও খতিব,বিশিষ্ট আলেমেদ্বীন,পতেঙ্গা আলিয়া মাদ্রাসার প্রভাষক,মাওলানা মোঃইলিয়াস সাহেব,খতিব মাওলানা মুহাম্মদ জিয়াউল হক নিজামী,হাজী বজল আহমদ সওদাগর জামে মসজিদের ইমাম মাওলানা আতিকুর রহমান সাহেব,স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে এন্তেজামিয়া কমিটির সদস্য ডাঃমোঃ মেজবাহ উদ্দিন,শিক্ষা সংগঠক মোঃ কামাল উদ্দিন আজাদ,দেলোয়ার হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে প্রথম অধিবেশনে নোয়াখালীর ইসলামী সাংস্কৃতিক সংগঠন কান্ডারীর শায়েকগণ ইসলামী নাতে রাসুল ও ইসলামী সংগীত পরিবেশন করেন।পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত এবং তবারুক বিতরণ করা হয়েছে।
মন্তব্য