গোপালগঞ্জের কোটালীপাড়ায় বাংলাদেশ জামাত ইসলাম কোটালীপাড়া শাখার উদ্যোগে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে।
কোটালীপাড়া উপজেলা জামাত ইসলামের আমির সুলাইমান গাজীর সভাপতিত্বে গতকাল বিকেলে উপজেলার ফেরধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।
সভায় বাংলাদেশ জামাত ইসলাম গোপালগঞ্জ জেলা শাখার আমির প্রফেসর মাওলানা রেজাউল করিম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি শমশের আলী মোল্লা,কোটালীপাড়া উপজেলা জামাত ইসলামের সাধারণ সম্পাদক হযরত মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ,কোটালীপাড়া পৌরসভার সাবেক কমিশনার ওলিউর রহমান হাওলাদার,পৌরসভা জামাত ইসলামের সভাপতি খলিফা মনসুরসহ অনান্যরা উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন।
সভায় বক্তারা বলেন,বিগত ১৫ বছর ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের কারণে,আমরা কোন প্রকার সভা করতে পারি নাই।এবং এ সময় আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ বিভিন্ন নেতাকর্মীকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে ফাঁসি দিয়েছে,এবং বাকিদের বিনা বিচারে কারা ভোগ করে ধুকে ধুকে মৃত্যুবরণ করতে হয়েছে।আশার বাণী এই যে,আল্লাহ তায়ালা সব সময় ধৈর্যশীলদের সাথে থাকেন।আজ আমাদের আবার সময় এসেছে জনগণের সামনে এসে আল্লাহর দুনিয়ায় তারি আইন প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের এই কর্মকান্ড চালিয়ে যাবো ইনশাল্লাহ।২৮ অক্টোবর ২০২৪
মন্তব্য