সব
গোপালগঞ্জের কোটালীপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১১ টায় কোটালীপাড়া উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল উপজেলা শিল্পকলা একাডেমির চত্বর থেকে শুরু করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে আবার উপজেলা চত্বরে এসে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার,পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হাওলাদার,সাংগঠনিক সম্পাদক ফায়েকুজ্জামান শেখ,উপজেলা যুবদলের সদস্য সচিব মান্নান শেখ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ তালুকদার,শ্রমিক দলের নেতা হাইউল নিজামী সহ সিনিয়র নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন বলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী গত ১৩ সেপ্টেম্বর ঢাকা থেকে টুঙ্গিপাড়ায় তার নিজ বাড়িতে যাওয়ার সময়, গোপালগঞ্জের ঘোনাপাড়া নামক স্থানে আওয়ামী সন্ত্রাসীদের হামলার শিকার হয়।হামলায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক শওকত হোসেন দিদার নিহত ও অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন।
আমরা এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানা সাথে সাথে অনতি বিলম্বে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
মন্তব্য