সব
৪নভেম্বর(চট্টগ্রাম)বিগত ১৫বছর ফ্যাসিস্ট সরকারের দোসরদের ষড়যন্ত্রের শিকারে চাকুরীচূত্য টিএসপি সিবিএর সাবেক সাঃসম্পাদক মোঃ শাহাব উদ্দিনের চাকুরী পূনঃবহালের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে পতেঙ্গা-হালিশহর শিল্প অঞ্চলের শত শত শ্রমিক নেতৃবৃন্দ।
নগরের পতেঙ্গা থানাধীন খাল পাড় টিএসপি কলোনি গেট এলাকায় বিশাল বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ পতেঙ্গা শিল্পাঞ্চল শ্রমিক নেতা মোঃআবু জাফরের সভাপতিত্বে ও শ্রমিক নেতা মোঃসোলায়মান এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে।বিশাল প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি ও কেন্দ্রীয় শ্রমিক ফেডারেশনের শ্রম সম্পাদক এম এ নাজিম উদ্দিন চৌধুরী বলেন,
ফ্যাসিবাদ আওয়ামী সরকার একই নিয়মে তাদের দলভুক্ত নেতা কর্মীদের চাকরি পূর্ণ বহাল রেখে বিএনপি-জামাত সমর্থিতদের চাকুরীচূত্যি করে চরম বৈষম্যের শিকার হওয়া শ্রমিক নেতা,ত্যাগীও দক্ষ সংগঠক মোঃশাহাব উদ্দিনের চাকুরী পূনঃবহাল না করলে কি করে দাবি আদায় করতে হয় তা শ্রমিকরা টিএসপি কর্তৃপক্ষ কে জানিয়ে দিবে।শ্রমিক নেতা শাহাবুদ্দিন এর বিরুদ্ধে নূন্যতম দূর্নীতি-অনিয়ম কিংবা অযোগ্যতা কোনো সমস্যা না থাকলেও শুধুমাত্র বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকায় থাকে দীর্ঘ বছর চাকুরীচূত্য করে রাখা হয়েছে।
তিনি বর্তমানে পরিবারের সদস্যদের নিয়ে চরম বৈষম্যের শিকার হয়ে মানবেতর জীবনযাপন করছেন।সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম বন্দর সিবিএর সাবেক সাঃসম্পাদক ও বিভাগীয় শ্রমিক দলের যুগ্ম সম্পাদক কাজী শেখ নূরল্লাহ বাহার,বিশেষ অতিথির বক্তব্য রাখেন নগর বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক হাজী মোঃমুজিবুল হক কোং, শ্রমিক নেতা মোঃসরোয়ার হোসেন, মোঃমজিবুর রহমান,
সাবেক কাউন্সিলর ও ইপিজেড থানা বিএনপির সভাপতি সরফরাজ কাদের রাসেল,নগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোঃইকবাল হোসেন,পতেঙ্গা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃনাজিম উদ্দিন চৌধুরী,ইপিজেড থানা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃজাবেদ আনসারী,৪০ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর কাদের,শ্রমিক নেতা মোঃলোকমান, বিএনপি নেতা মোঃগিয়াস উদ্দিন, শ্রমিক নেতা নোমান উল্লাহ,মোঃজামাল উদ্দিন,মোঃইকবাল হোসেন সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও প্রতিবাদ সমাবেশে পতেঙ্গা-হালিশহর বিভিন্ন শিল্প কারখানা এবং পদ্মা,মেঘনা,যমুনা,ওসিদের,ইষ্টান রিফাইনারী শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দরা স্বক্রিয় অংশগ্রহণ করেন।সমাবেশ শেষে শাহাবুদ্দিন এর চাকুরী পূনঃবহালের দাবি নিয়ে টিএসপি কর্তৃপক্ষ কে অবগত করতে বিশেষ সমন্বয়কারীদের একটি টিম দুপুরে পতেঙ্গা হেড অফিস ও কারখানা অফিসে সৌজন্য সাক্ষাতে মিলিত হন বলে জানিয়েছেন।
মন্তব্য