মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ৪ চৈত্র, ১৪৩১
শিরোনাম:
কোরআন’এর’পাখিদের সম্মাননা:বন্দরটিলা শাহ্ প্লাজা জামে মসজিদে পবিত্র খতমে তারাবীহ হাফেজদের ফুলেল সংবর্ধনা… চট্টগ্রামে জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন বাজারে মনিটরিং কার্যক্রম অব্যাহত…. জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন -২০২৫ বন্দর ইপিআই জোনের আওতায় ৬ওয়ার্ডে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে…. চট্টগ্রামে নিত্য পণ্যের বাজার মনিটরিং এ জেলা প্রশাসনের টিম… চট্টগ্রাম বহুমুখী মানব কল্যাণ পেশাজীবী পরিষদের উদ্যোগে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ… চট্টগ্রাম আনোয়ারায় রজায়ী ফাউন্ডেশনের উদ্যোগে উপহার সামগ্রী বিতরণ অব্যাহত…. ইপিজেডে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যােগে ধর্ষকদের দ্রুত গ্রেফতার ও শাস্তি দাবিতে প্রতিবাদ মিছিল… নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে পুলিশ কমিশনার হাসিব আজিজ… পতেঙ্গা-হালিশহর রড সিমেন্ট দোকান মালিক সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত… ভান্ডারিয়া পেশাজীবী পরিষদ চট্টগ্রাম ‘এর’ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত…. বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর মহানগর কমিটির পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত… বাউরিয়া থেকে অস্ত্র সহ রুবেল ডাকাত গ্রেপ্তার… ইপিজেডে সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত…. সেরা উপস্থাপক’এর পুরস্কার জিতলেন তানিয়া আফরিন… সাংবাদিক পুত্র সাফওয়ান খানের আজ প্রথম তম জন্মদিন… চট্টগ্রামে মেয়র একাডেমি(অ-১৩)কাপ ফুটবলের বাছাই কার্যক্রম শেষে প্রতিনিধি সভা অনুষ্ঠিত…. বন্দর এলাকায় ধর্ষকদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে প্রতিবাদ মিছিল… পতেঙ্গা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইসরাফিল খসরু:দেশ ও জনগণের ভালোবাসা পাওয়ার শিক্ষার্জন করার আহবান…. সাংবাদিক সোহাগ আরেফিন এর আজ জন্মদিন… ৩৯ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ৩১ দফা বাস্তবায়নের তৃণমূল পর্যায়ে কর্মশালা ও মতবিনিময় সভা:সংস্কার কাজ নির্বাচিতদের মাধ্যমে সম্ভব,এরশাদ উল্লাহ…. জাতীয় পর্যায়ে তারুণ্যের উৎসব ২০২৫ ইয়ুথ দাবা টুর্নামেন্টে চট্টগ্রাম বিভাগীয় দলের ব্যাপক সাফল্য অর্জন… দক্ষিণ হালিশহরে নবীন-প্রবীনদের ঘরোয়া ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে ঐতিহ্যবাহী সানফ্লাওয়ার স্পোর্টিং ক্লাব…. চট্টগ্রামের বন্দরটিলায় মুরাদ ডান্স ও সাংস্কৃতিক চর্চা একাডেমীর আনুষ্ঠানিক উদ্বোধন…. ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি’র কর্মরত ৫৪৫ জন চাকুরিহারাদের সংবাদ সম্মেলন আগামী ১৫ দিনের মধ্যে চাকুরিহারাদের স্ব-পদে বহালের দাবী, অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি… সিইপিজেড এলাকায় নিউ চাঁদের আলো হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন… চট্টগ্রামে শীঘ্রই সিডিএফ মেয়র কাপ(অ-১৩)একাডেমি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ ইং শুরু হচ্ছে…. চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামকে বাফুফের কাছে লিজা বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন… “KEY HAND OVER CEREMONY” অনুষ্ঠানে সিএমপি কমিশনার মহোদয়… সাংবাদিক সাইফুল ইসলামের পরিবারের উপর অমানবিক নির্যাতন চালানো হয়েছে,জড়িতদের বিচার দাবি করছে সিএমইউজে– পটিয়াপাইরোল ইউপিতে লায়ন্স হিউম্যানিটি ঢাকা ক্লাবের চিকিৎসা সেবা ও শিক্ষা সামগ্রী বিতরণ…

এলিভেটেড এক্সপ্রেসওয়ের সিইপিজেড এলাকায় র‌্যাম্প নির্মাণ শুরু: ৬০অবৈধ স্থাপনা উচ্ছেদ করলো চউক…

রিপোর্টার,চট্টগ্রামঃ আপডেটঃ শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪, ৮:৪২ পূর্বাহ্ণ 90 বার পড়া হয়েছে

১৫ নভেম্বর অবশেষে নগরীর লালখান বাজার থেকে বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের সিইপিজেড এলাকায় র‌্যাম্প নির্মাণ শুরু হচ্ছে।

 

গতকাল ১৪ নভেম্বর এক্সপ্রেসওয়ের এ্যালাইনমেন্টে থাকা ৬০টি দোকান উচ্ছেদ করে র‌্যাম্প নির্মাণের জায়গা করে নেয়া হয়েছে।আগামী কয়েক দিনের মধ্যে র‌্যাম্প নির্মাণের কার্যক্রম পুরোদমে শুরু হবে বলে সিডিএ সূত্রে জানানো হয়েছে।

 

নগরীর যান চলাচলে গতিশীলতা আনার লক্ষ্যে চার হাজার ২৯৮ কোটি টাকা ব্যয়ে লালখান বাজার থেকে পতেঙ্গা পর্যন্ত সাড়ে ১৬ কিলোমিটার এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হয়েছে।গুরুত্বপূর্ণ এই ফ্লাইওভারে কানেকটিভিটি বাড়ানোর জন্য শহরের বিভিন্ন পয়েন্টে র‌্যাম্প নির্মাণের কথা রয়েছে।ইতোমধ্যে টাইগার পাসের আমবাগান রোড এবং লালখান বাজারে র‌্যাম্প নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে।জিইসি মোড়ের র‌্যাম্পের নির্মাণ কাজ বাওয়া স্কুলের ছাত্রীদের আন্দোলনের মুখে একমাসের বেশি সময় বন্ধ ছিল।

 

পরবর্তীতে ছাত্রীদের র‌্যাম্পটির গুরুত্ব বুঝানোর পর তারা আন্দোলন থেকে সরে আসলে র‌্যাম্প নির্মাণের কার্যক্রম পুরোদমে শুরু হয়।এর আগে গাছ কাটা পড়ার কারণে টাইগার পাসের কদমতলীমুখী র‌্যাম্প নির্মাণের কার্যক্রম আন্দোলনের মুখে বন্ধ করে সিডিএ।নগরীর ইপিজেড এলাকায় শহর থেকে নামার র‌্যাম্প নির্মাণের কাজ শুরু করার উদ্যোগ নেয় সিডিএ।কিন্তু ইপিজেড মুখের তরকারি বাজারের পাশের দোকান গুলোর জন্য কার্যক্রম শুরু করা সম্ভব হচ্ছিল না।এলিভেটেড এক্সপ্রেসওয়ের এ্যালাইনমেন্টের ভিতরে থাকা দোকানগুলো সরিয়ে নেয়ার জন্য দফায় দফায় বলা হলেও ব্যবসায়ীরা দোকান সরাননি।এতে করে সিডিএ র‌্যাম্প নির্মাণের প্রস্তুতি নিয়েও কাজ শুরু করতে পারছিল না।অবশেষে গতকাল দিনভর অভিযান চালিয়ে সিডিএ ওখানকার ৬০টি দোকান উচ্ছেদ করে।

 

আগামী কয়েকদিনের মধ্যে সিডিএ ইপিজেড এলাকায় র‌্যাম্প নির্মাণের কাজ শুরু করবে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ মাহফুজুর রহমান।তিনি জানান, দোকানগুলো র‌্যাম্প নির্মাণের অন্তরায় ছিল।আমরা সেগুলো উচ্ছেদ করেছি। এখন র‌্যাম্প নির্মাণে আর কোনো বাধা থাকলো না।এই র‌্যাম্প ব্যবহার করে শহরের দিক থেকে যাওয়া গাড়ি ইপিজেডে নামতে পারবে।

গতকাল সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা অভিযান চালিয়ে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‌্যাম্প নির্মাণের অংশে অবৈধ ভাবে এসব দোকান গড়ে তুলেছিল স্থানীয়রা।

 

উচ্ছেদ অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট(যুগ্ম জেলা ও দায়রা জজ)বেগম তাহমিনা আফরোজ চৌধুরী।চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিমের নির্দেশে র‌্যাম্প নির্মাণের অংশে অবৈধ দোকানসহ অন্যান্য স্থাপনা সমূহ উচ্ছেদ করা হয়।

 

এসব অবৈধ স্থাপনা উচ্ছেদকালে উপস্থিত ছিলেন মূল্যায়ন চউক কর্মকর্তা আলমগীর খান,সহকারী প্রকৌশলী মো.মোর্শেদুল হক চৌধুরী, উপ সহকারী প্রকৌশলী সুমন চৌধুরী, উপ সহকারী প্রকৌশলী মো.শফিকুল ইসলাম,ইমারত পরিদর্শক এ এস এম মিজান,মো.শাহাদাত হোসেন,সার্ভেয়ার চৌধুরী মো.কাইছার,তোফাজ্জল হোসেন,পেশকার ফয়েজ আহমেদ, লিটন চন্দ্র দাস,মিথু চৌধুরী।

 

অপরদিকে ইপিজেডের ভিতর থেকে শহরের দিকে আসার জন্য একটি র‌্যাম্প এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যুক্ত হবে।

 

উল্লেখ্য,২০১৭ সালের ১১ জুলাই জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির(একনেক)বৈঠকে অনুমোদনের পর ২০১৮ সালের নভেম্বরে প্রকল্পের নির্মাণকাজ শুরু হয়।প্রথমে তিন হাজার ২৫০ কোটি ৮৩ লাখ ৯৪ হাজার টাকা প্রকল্প ব্যয় নির্ধারণ হয়েছিল।পরে ব্যয় বেড়ে দাঁড়ায় চার হাজার ২৯৮ কোটি ৯৫ লাখ টাকায়।

 

এ ছাড়া প্রকল্পের মেয়াদ বাড়িয়ে ২০২৫ সালের জুন পর্যন্ত করা হয়েছে। ইতোমধ্যে এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল অবকাঠামোর নির্মাণ সম্পন্ন হয়েছে এবং পরীক্ষামূলক যান চলাচল শুরু হয়েছে।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

Admin

আপলোডকারীর সব সংবাদ