বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ, ১৪৩১
শিরোনাম:
পতেঙ্গা থানা বিএনপির জরুরী প্রস্ততিসভা ভারতীয় আগ্রারন ও জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ ৬ডিসেম্বর-শুক্রবার…. আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালনে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত… মোহাম্মদী কাফেলা ঐক্য পরিষদের উদ্যোগে সুফি কনফারেন্স অনুষ্ঠিত… ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে তৃণমূলের ভাবনা করনীয় শীর্ষক সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত… পলোগ্রাউন্ড মাঠে শ্রমিক কল্যাণ ফেডারেশন দ্বি–বার্ষিক সম্মেলন,কোনো অপশক্তি ও আধিপত্যবাদীর চোখ রাঙানিকে আমরা ভয় পাই না:গোলাম পাওয়ার… চট্টগ্রামে বন্দরটিলায় যমুনা লাইফ ইন্সুরেন্সের সাপ্তাহিক প্রশিক্ষণ ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত…. আন্দোলনকারী সাংবাদিকদের নিয়ে বৈষম্য বিরোধী সম্পাদক-সাংবাদিক ঐক্য জোটের আলোচনা সভা সম্পন্ন… জিয়া ক্রিকেট টুর্নামেন্টের চট্টগ্রাম ভেন্যুর ৩০ নভেম্বরের খেলা স্থগিত করা হয়েছে… এডভোকেট আলিফ হত্যা নিয়ে রয়টার্সসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে সিএমপি…. পতেঙ্গা থেকে চুরি যাওয়া ১৪ টি গরু সহ ২ ডাকাত কে কুমিল্লার চান্দিনায় আটক … চট্টগ্রামে এড.সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে বিভিন্ন সংগঠনের বিক্ষোভ ও শোক প্রকাশ… বন্দরটিলা এলাকা থেকে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ইপিজেড থানা পুলিশ… বন্দরটিলা কাঁচা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে আজিমুশ্শান নূরানী মাহফিল সম্পন্ন… ব্যারিস্টার কলেজ রোড থেকে চুরি যাওয়া মোটরসাইকেল কক্সবাজার থেকে উদ্ধার… দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা সন্তান দেলোয়ার আমিন হারুন নির্বাচিত… যমুনা লাইফ ইনসিওরেন্স ইপিজেড মডেল সার্ভিস অফিসের উন্নয়ন সভা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত…. ইপিজেডে তাফসীরুল কোরআন মাহফিলে ডঃবি‌ এম মফিজুর রহমান আল আযহারী:ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রবর্তন হোক… চট্টগ্রামে বাণিজ্য উপদেষ্টা সরবারাহে কোন কৃত্রিম সংকট তৈরি করতে দেওয়া হবেনা… থানাকে জনগণের আস্থার জায়গায় পরিণত করতে হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা… মানবিক সহায়তায় এগিয়ে আসুন:হিউম্যান রাইটস অফ বাংলাদেশ ফাউন্ডেশনের অগ্নিকাণ্ডের ঘটনা পরিদর্শন… দক্ষিণ হালিশহর আকমল আলী সমূদ্র ঘাটে আগুনে পুড়েছে ৩৫দোকান ঘর… উত্তর পতেঙ্গায় ইসরাফিল খসরু চৌধুরী:মানবকল্যাণ সংগঠনের প্রধান কাজ হোক অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা… চট্টগ্রামস্থ দক্ষিণ হালিশহর দাবা ক্লাবের বার্ষিক সভা ও পুরস্কার বিতরণ সম্পন্ন… শুক্রবার আলী শাহ জামে মসজিদে জুমার খুতবায় শাহজাহান চৌধুরী:নেক ও হক আদায়ে কোন আপোষ নাই… দক্ষিণ হালিশহরে পেশাজীবী ফুটবলে চ্যাম্পিয়ন নিউ সূর্য্য তরুণ সংঘ-রানার্স আপ নিউ স্টার ক্লাব… এলিভেটেড এক্সপ্রেসওয়ের সিইপিজেড এলাকায় র‌্যাম্প নির্মাণ শুরু: ৬০অবৈধ স্থাপনা উচ্ছেদ করলো চউক… নগরীর পাঁচলাইশ ও পতেঙ্গা থানায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার… বায়েজিদ এলাকায় লুণ্ঠিত ৭২ কার্টন মেরিস সিগারেট উদ্ধার:২জন কে আটক করেছে পুলিশ… ফ্রেন্ডলি ফুটবল ম্যাচে ৪-৩ গোলে হালিশহর একাডেমির হার… ইপিজেড থানার নয়ারহাট এলাকা থেকে১৫ কেজি গাঁজাসহ ১ জন কে আটক করেছে পুলিশ…

এলিভেটেড এক্সপ্রেসওয়ের সিইপিজেড এলাকায় র‌্যাম্প নির্মাণ শুরু: ৬০অবৈধ স্থাপনা উচ্ছেদ করলো চউক…

রিপোর্টার,চট্টগ্রামঃ আপডেটঃ শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪, ৮:৪২ পূর্বাহ্ণ 41 বার পড়া হয়েছে

১৫ নভেম্বর অবশেষে নগরীর লালখান বাজার থেকে বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের সিইপিজেড এলাকায় র‌্যাম্প নির্মাণ শুরু হচ্ছে।

 

গতকাল ১৪ নভেম্বর এক্সপ্রেসওয়ের এ্যালাইনমেন্টে থাকা ৬০টি দোকান উচ্ছেদ করে র‌্যাম্প নির্মাণের জায়গা করে নেয়া হয়েছে।আগামী কয়েক দিনের মধ্যে র‌্যাম্প নির্মাণের কার্যক্রম পুরোদমে শুরু হবে বলে সিডিএ সূত্রে জানানো হয়েছে।

 

নগরীর যান চলাচলে গতিশীলতা আনার লক্ষ্যে চার হাজার ২৯৮ কোটি টাকা ব্যয়ে লালখান বাজার থেকে পতেঙ্গা পর্যন্ত সাড়ে ১৬ কিলোমিটার এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হয়েছে।গুরুত্বপূর্ণ এই ফ্লাইওভারে কানেকটিভিটি বাড়ানোর জন্য শহরের বিভিন্ন পয়েন্টে র‌্যাম্প নির্মাণের কথা রয়েছে।ইতোমধ্যে টাইগার পাসের আমবাগান রোড এবং লালখান বাজারে র‌্যাম্প নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে।জিইসি মোড়ের র‌্যাম্পের নির্মাণ কাজ বাওয়া স্কুলের ছাত্রীদের আন্দোলনের মুখে একমাসের বেশি সময় বন্ধ ছিল।

 

পরবর্তীতে ছাত্রীদের র‌্যাম্পটির গুরুত্ব বুঝানোর পর তারা আন্দোলন থেকে সরে আসলে র‌্যাম্প নির্মাণের কার্যক্রম পুরোদমে শুরু হয়।এর আগে গাছ কাটা পড়ার কারণে টাইগার পাসের কদমতলীমুখী র‌্যাম্প নির্মাণের কার্যক্রম আন্দোলনের মুখে বন্ধ করে সিডিএ।নগরীর ইপিজেড এলাকায় শহর থেকে নামার র‌্যাম্প নির্মাণের কাজ শুরু করার উদ্যোগ নেয় সিডিএ।কিন্তু ইপিজেড মুখের তরকারি বাজারের পাশের দোকান গুলোর জন্য কার্যক্রম শুরু করা সম্ভব হচ্ছিল না।এলিভেটেড এক্সপ্রেসওয়ের এ্যালাইনমেন্টের ভিতরে থাকা দোকানগুলো সরিয়ে নেয়ার জন্য দফায় দফায় বলা হলেও ব্যবসায়ীরা দোকান সরাননি।এতে করে সিডিএ র‌্যাম্প নির্মাণের প্রস্তুতি নিয়েও কাজ শুরু করতে পারছিল না।অবশেষে গতকাল দিনভর অভিযান চালিয়ে সিডিএ ওখানকার ৬০টি দোকান উচ্ছেদ করে।

 

আগামী কয়েকদিনের মধ্যে সিডিএ ইপিজেড এলাকায় র‌্যাম্প নির্মাণের কাজ শুরু করবে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ মাহফুজুর রহমান।তিনি জানান, দোকানগুলো র‌্যাম্প নির্মাণের অন্তরায় ছিল।আমরা সেগুলো উচ্ছেদ করেছি। এখন র‌্যাম্প নির্মাণে আর কোনো বাধা থাকলো না।এই র‌্যাম্প ব্যবহার করে শহরের দিক থেকে যাওয়া গাড়ি ইপিজেডে নামতে পারবে।

গতকাল সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা অভিযান চালিয়ে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‌্যাম্প নির্মাণের অংশে অবৈধ ভাবে এসব দোকান গড়ে তুলেছিল স্থানীয়রা।

 

উচ্ছেদ অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট(যুগ্ম জেলা ও দায়রা জজ)বেগম তাহমিনা আফরোজ চৌধুরী।চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিমের নির্দেশে র‌্যাম্প নির্মাণের অংশে অবৈধ দোকানসহ অন্যান্য স্থাপনা সমূহ উচ্ছেদ করা হয়।

 

এসব অবৈধ স্থাপনা উচ্ছেদকালে উপস্থিত ছিলেন মূল্যায়ন চউক কর্মকর্তা আলমগীর খান,সহকারী প্রকৌশলী মো.মোর্শেদুল হক চৌধুরী, উপ সহকারী প্রকৌশলী সুমন চৌধুরী, উপ সহকারী প্রকৌশলী মো.শফিকুল ইসলাম,ইমারত পরিদর্শক এ এস এম মিজান,মো.শাহাদাত হোসেন,সার্ভেয়ার চৌধুরী মো.কাইছার,তোফাজ্জল হোসেন,পেশকার ফয়েজ আহমেদ, লিটন চন্দ্র দাস,মিথু চৌধুরী।

 

অপরদিকে ইপিজেডের ভিতর থেকে শহরের দিকে আসার জন্য একটি র‌্যাম্প এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যুক্ত হবে।

 

উল্লেখ্য,২০১৭ সালের ১১ জুলাই জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির(একনেক)বৈঠকে অনুমোদনের পর ২০১৮ সালের নভেম্বরে প্রকল্পের নির্মাণকাজ শুরু হয়।প্রথমে তিন হাজার ২৫০ কোটি ৮৩ লাখ ৯৪ হাজার টাকা প্রকল্প ব্যয় নির্ধারণ হয়েছিল।পরে ব্যয় বেড়ে দাঁড়ায় চার হাজার ২৯৮ কোটি ৯৫ লাখ টাকায়।

 

এ ছাড়া প্রকল্পের মেয়াদ বাড়িয়ে ২০২৫ সালের জুন পর্যন্ত করা হয়েছে। ইতোমধ্যে এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল অবকাঠামোর নির্মাণ সম্পন্ন হয়েছে এবং পরীক্ষামূলক যান চলাচল শুরু হয়েছে।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

Admin

আপলোডকারীর সব সংবাদ