সব
১৫ নভেম্বর(চট্টগ্রাম)ইসলাম শান্তির ও কল্যাণের ধর্ম,যেখানে হিংসা-বিদ্বেষ অহংকার এবং ছোট-বড়,উঁচু-নিচু কোন ভেদাভেদ নেই ও থাকতে পারে না…।আর নেক আমল,প্রাপ্ত হক আদায়ে কোন আপোষ নাই বলে জানিয়েছেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর আমীর,সাবেক সংসদ সদস্য মাওলানা মুহাম্মদ শাহজাহান চৌধুরী ।
তিনি ১৫ নভেম্বর শুক্রবার পবিত্র জুম্মার নামাজ শুরুর প্রাক্কালে খুতবা দেয়ার সময় সংক্ষিপ্ত বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।বন্দরটিলাস্থ ঐতিহ্যবাহী হযরত আলী শাহ জামে মসজিদে জুমার নামাজ আদায় কালে জুমার খুতবায় আরো বলেন,ভাই – বোন,পাড়া প্রতিবেশী ও নিকটস্থ আত্মীয় স্বজনের হক ইঞ্চি পরিমাণ জবর দখল ও ঠকিয়ে খেয়ে প্রথম সারিতে নামাজ বিন্দু মাত্র কাজে লাগবে না বলে জানিয়েছেন।
তাই সবার সাথে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ও মিলে মিশে ঐক্যবদ্ধ হয়ে থাকা ইসলাম পূর্ণ সমর্থন করে।এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মসজিদের খতিব,বিশিষ্ট আলেমেদ্বীন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা আলহাজ্ব মাওলানা মুহাম্মদ মহিউদ্দিন মাহবুব,পেশ ইমাম মাওলানা মুহাম্মদ রোকনউদ্দিন সাহেব এবং মসজিদ পরিচালনা কমিটির সভাপতি,সাধারণ সম্পাদক,অর্থ সম্পাদক সহ বিঞ্জ আলেমেদ্বীন ও ক্বারী গণ উপস্থিত ছিলেন।
পরে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত পরিচালনা করেন খতিব মাওলানা মুহাম্মদ মহিউদ্দিন মাহবুব।
মন্তব্য