সব
১৫ নভেম্বর৩৯ নং ওয়ার্ডে দক্ষিণ হালিশহর দাবা ক্লাবের বার্ষিক সভা ও পুরস্কার বিতরণী সভা,দিন ব্যাপী আন্তঃরেপিড রেটিং দাবা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে শামীম আহমদ,যুগ্ম রানার্স আপ-মাহাবুবুল আলম ও আমান উল্লাহ আমান।
শুক্রবার সন্ধ্যায় পুরস্কার বিতরণী সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃনুরুল কবির মুসা।
ক্রীড়া সংগঠক ও সাংবাদিক মুঃবাবুল হোসেন বাবলার সঞ্চালনায়ে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা হাজী মোঃ সাহাব উদ্দিন বিশেষ অতিথি ছিলেন সিসিপিএর সাংগঠনিক সম্পাদক ও দঃহাঃশহর চেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃজাহাঙ্গীর আলম, উপদেষ্টা সদস্য মোঃআলাউদ্দিন, সংগঠক মোঃজাহাঙ্গীর ভূঁইয়া,মোঃ শাহনেওয়াজ মোঃআব্দুর রহমান,মোঃ আব্বাস উদ্দিন।
এছাড়া বার্ষিক সভায় বিভিন্ন কার্যক্রম ও আগামি দিনের কর্মসূচি নিয়ে আলোচনায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মোঃশামীম আহমদ,অর্থ সম্পাদক শিক্ষক মোঃআব্দুল হামিদ, যুগ্ম সম্পাদক মোঃমাহাবুবুল আলম হুজুর,মোঃশাহিন,দপ্তর ও আপ্যায়ন সম্পাদক মোঃআমান উল্যাহ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্রীড়া সম্পাদক মোঃরিয়াজ উদ্দিন কাদের কেনী,সদস্য মোঃহাকিম চৌধুরী,সদস্য মোঃশাহজাহান,দাবা সমর্থক মোঃ আজাদ হোসেন,সদস্য মোঃসাদেকুল আলম,মোঃশাহাদাত হোসেন,মোঃ জালাল উদ্দিন,রেজাউল করিম,মোঃ মানিক মিয়া প্রমুখ।রাতে ভোজ সভার মাধ্যমে বার্ষিক সভা সম্পন্ন হয়েছে।
মন্তব্য