সব
১৮ নভেম্বর নগরের ইপিজেড থানাধীন ৩৯নং ওয়ার্ডস্থ আকমল আলী বেড়ীবাঁধ জেলে পল্লীতে অগ্নিকাণ্ডের ঘটনায় পরিদর্শনে ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অফ বাংলাদেশ ফাউন্ডেশনের টিম।
গত রোববার দিবাগত রাতে সংঘঠিত অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের মোঃকবির হোসেন প্রতিবেদক কে বলেন।এসময় তিনি আরো বলেন,ঐদিন দূর্ঘটনায় প্রায় ৩৭ টি স্থাপনা পুড়েছে।প্রতিটি ঘরে মাছ ধরার জাল ও নৌকার যন্ত্রাংশ,সূতা এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পুড়েছে।
১৮ নভেম্বর,সোমবার বিকেলে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন কালে এবংভূক্তভোগী লোকজনের সাথে কথা বলে ক্ষতি পূরণের তথ্য জানার চেষ্টা করেন হিউম্যান রাইটস অফ বাংলাদেশ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।
ভুক্তভোগীদের মধ্যে ফখরুল ইসলাম অভিযোগ করে বলেন,আজ বিকেল পর্যন্ত সরকারের কোন কর্মকর্তা কিংবা মৎস্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কেউ খোঁজ খবর পর্যন্ত নেননি।
তিনি আরো বলেন,আমাদের এতো বড় দূর্যোগ হলেও কয়েকটি রাজনৈতিক দলের নেতাকর্মী এবং মানবাধিকার সংগঠক গণ খোঁজ খবর নেন।তবে কেউ আর্থিক সহায়তা বা খাদ্য সামগ্রী বিতরণ করা হয় নি।
পরিদর্শন কালে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সচিব মোহাম্মদ কবির হোসেন,মোঃজাকির হোসেন, মানবাধিকার সংগঠক মোঃসৌরভ, মোঃআকবর,মোঃমনিরুল ইসলাম, মোঃজাহিদ,মোঃহালিম,সজীব,সাইফুল,মোঃশামীম,সজল সহ জেলা,মহানগর ও থানা কমিটির সদস্য বৃন্দ।
এসময় ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অফ বাংলাদেশ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ সরকারের উচ্চ পর্যায়ে দৃষ্টি আকর্ষণ করে অসহায় দুঃস্থ জেলেদের আর্থিক সহায়তা করার বিশেষ অনুরোধ জানিয়েছেন।
মন্তব্য