সব
২৫ নভেম্বর নগরীর ইপিজেড থানাধীন ব্যারিস্টার কলেজ রোড থেকে চুরি যাওয়া মোটরসাইকেল কক্সবাজার থেকে উদ্ধার করেছে পুলিশ।গ্রেপ্তার করা হয় চোর চক্রের ৪ সদস্যকে।
তারা হলেন–মোজিয়াউদ্দিন প্রকাশ পিয়ারু(২৫)হাসানুর রহমান ইমন (১৬)মো.রবিউল হাসান হৃদয়(২৬) ও আবুল হাসেম(৩৫)শনিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
গতকাল সিএমপি পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,বিগত ৪ নভেম্বর ২০২৪ ইং রাতে ইপিজেড থানার ব্যারিস্টার কলেজ রোডে অবস্থিত একটি ভবনের নিচতলার গ্যারেজ থেকে ডিসকভার ১২৫ সিসি একটি মোটরসাইকেল চুরি করে নিয়ে যায় চোর চক্রের সদস্যরা।
মোটরসাইকেলটির মালিক সিইপিজেডের পোশাক কারখানার কর্মী আনসার উদ্দিন।তিনি পরের দিন থানায় লিখিত অভিযোগ/ জিডি দায়ের করেন।এর সূত্র ধরে পুলিশ প্রযুক্তির মাধ্যমে আসামিদের চিহ্নিত করে।
ধৃত চারজনের মধ্যে জিয়াউদ্দিন থেকে বাকিরা মোটরসাইকেলটি ক্রয় করে ইঞ্জিন ও চেসিস ঘষামাজা করে পরবর্তী ক্রেতার কাছে বিক্রির জন্য প্রস্তুত করে।
মন্তব্য