রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫, ১২ মাঘ, ১৪৩১
শিরোনাম:
বরিশাল বিভাগীয় সমিতি চট্টগ্রামস্থ ইপিজেড-পতেঙ্গা অঞ্চলের অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন… দক্ষিণ হালিশহরে জামায়াতে ইসলামীর দাওয়াতী‌ সভায় মহানগর নায়েবে আমির নজরুল ইসলাম…. নলডাঙ্গায় শীতবস্ত্র বিতরণ… অনিয়ম দুর্নীতি-বৈষম্যের বিরুদ্ধে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের সচেতন ছাত্র সমাজের প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালন… আন্তঃএকাডেমি কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে পদ্মা হাউস… চট্টগ্রামে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন:বন্দর জোন জিতেছে… “বীমার ক্ষেত্রে শীর্ষ নাম সন্ধানী লাইফ ইন্সুরেন্স”পতেঙ্গা মডেল শাখার মৃত্যু দাবী-ম্যাচুরিটি চেক প্রদান অনুষ্ঠান… ঐতিহ্যবাহী”দক্ষিণ হালিশহর কেজি এন্ড হাই স্কুলের কার্যকরী পরিষদের জরুরি সভা অনুষ্ঠিত…. চসিকের ২৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইলিয়াস কে গ্রেফতার.. চট্টগ্রামের খুলশী এলাকা থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত পুরুষের লাশ উদ্ধার… চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে অভিযোগ:পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তার পরিচয়ে অন্যর সম্পত্তি দখলে ছগির ভূঞা… বাকলিয়ায় সানরাইজ গ্রামার স্কুলের ২৫তম শাখার শুভ উদ্বোধন… চট্টগ্রামে জিয়া স্মৃতি ক্রিকেট শুরু:লাল-সবুজের বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন সাবেক বিসিবি পরিচালক শফিকুল হক হিরা… চট্টগ্রামে জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের বিভাগীয় পর্যায়ে ম্যাচ কাল….. ফেলানীর পরিবারের দায়িত্ব নিলেন উপদেষ্টা আসিফ… নগরীতে অসাধু চক্র-ঠকবাজ ও ‌প্রতারণা থেকে রক্ষায় পুলিশ কমিশনারের সতর্ক বিজ্ঞপ্তি…. শিক্ষার্থীদের মাঝে শীতের উপহার বিতরণ:এই যেন ভালোবাসার উপহার…. তৃণমূল পর্যায়‌ থেকে বিএনপিকে ঢেলে সাজানো হবে:৩৯ নং ওয়ার্ডের বি,ইউনিট বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত… চট্টগ্রামে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন:ট্রাইবেকারে সবুজদলের কাছে ৪-১হেরেছে লাল দল… চট্টগ্রাম ডিসি পার্কে ফুলের উৎসব শুরু হয়েছে:জুলাই–আগস্ট অভ্যুত্থান কর্নার স্থাপন… চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে  টোল আদায়ের মাধ্যমে যানবাহন চলাচল শুরু… শোক সংবাদ ও গভীর শোকাহত… মাইজভাণ্ডারী একাডেমীর সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন:শিশুদেরকে অন্যের সঙ্গে তুলনা না করে বিকশিত করার সুযোগ দিতে হবে… নিউমুরিংস্থ হাফেজ আব্দুল হক শাহ(র:)আইডিয়াল স্কুল এন্ড কলেজে বই উৎসব ও নতুন বছরের শুভেচ্ছা উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠান…. সুন্দরবন আইডিয়াল স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী সভা…. পটিয়ায় ইন্দ্রপোলে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫ জন আহত… উদয়ন আইডিয়াল স্কুলের বার্ষিক ফলাফল প্রকাশ অনুষ্ঠান… বিএনপি-৩৯ নং ওয়ার্ডের এ’ ইউনিট নিউমুরিং এলাকায় সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত… বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ৩৯নং ওয়ার্ড কমিটির অভিষেক ও শপথ গ্রহণ সম্পন্ন…. চট্টগ্রাম মডেল স্কুল বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণীসভা অনুষ্ঠিত….

উত্তর পতেঙ্গা ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও সাবেক কাউন্সিলর মোঃআব্দুল বারেক’কে গ্রেফতার করেছে RAB-৭,চট্টগ্রাম।

চট্টগ্রাম নিউজ ডেস্কঃ আপডেটঃ মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪, ৪:৪৮ পূর্বাহ্ণ 65 বার পড়া হয়েছে

বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন(র‌্যাব)প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে।র‌্যাব এর সৃষ্টিকাল থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদঘাটন,অপরাধীদের গ্রেফতার সহ আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে।

 

র‌্যাব-৭,চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত,ধর্ষক,দুর্ধর্ষ চাঁদাবাজ,সন্ত্রাসী, খুনি,ছিনতাইকারী,অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র,গোলাবারুদ ও মাদক উদ্ধারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগণের মনে আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে।

 

দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ৪ আগস্ট ২০২৪ইং তারিখে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানাধীন নিউ মার্কেট এলাকায় ছাত্র-জনতা বিক্ষোভ সমাবেশ ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচী পালন করছিল।উক্ত কর্মসূচীতে ভিকটিম কাজী মোঃ সোহেল অংশগ্রহণকারী ছাত্র-জনতাকে খাবার পানি সরবরাহ করছিলেন।

 

আন্দোলন চলাকালীন চট্টগ্রাম সিটি কর্পোরেশন ৪০নং ওয়ার্ড কাউন্সিলর মোঃআব্দুল বারেক এবং অন্যান্য দুষ্কৃতিকারীরা অবৈধ আগ্নেয়াস্ত্র দিয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারী ছাত্র-জনতার উপর নির্বিচারে গুলিবর্ষণ করে।এছাড়াও, দুষ্কৃতিকারীরা হকি স্টিক,কিরিচ,দা ও লাঠি-সোটা দিয়ে ছাত্র জনতাকে পিটিয়ে এবং ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্কের সৃষ্টি করে।

 

এ সময় ভিকটিম কাজী মোঃসোহেল আন্দোলন কর্মসূচির স্থান থেকে দৌঁড়ে প্রাণ বাঁচানোর উদ্দেশ্যে নুপুর মার্কেট গলিতে পৌঁছালে মোঃআব্দুল বারেক এবং অন্যান্য দৃষ্কতিকারীরা অবৈধ আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি নিক্ষেপ করলে ভিকটিমের মাথা,মুখমণ্ডল,এবং শরীরের বিভিন্ন স্থানে গুলির স্প্লিন্টার লেগে ভিকটিম গুরতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।পরবর্তীতে স্থানীয় লোকজন এবং অন্যান্য ছাত্র-জনতা ভিকটিম কাজী মোঃসোহেল’কে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

 

উক্ত ঘটনায় ভিকটিম কাজী মোঃ সোহেল বাদী হয়ে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানায় ২৮৪ জন এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা ৩০০/৪০০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।যার মামলা নং-৩১,তারিখ- ৩০ আগস্ট ২০২৪ খ্রিঃ,ধারা-১৪৩/১৪৭/১৪৮/১৪৯/ ৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/১০৯/১১৪/৩৪ দ্য পেনাল কোড।

 

র‌্যাব-৭,চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে,সূত্রে বর্ণিত মামলার এজাহারনামীয় পলাতক আসামি মোঃআব্দুল বারেক চট্টগ্রাম মহানগরীর চক বাজার থানাধীন দিদার মার্কেট এলাকায় অবস্থান করছে।উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭,চট্টগ্রামের একটি আভিযানিক দল অদ্য ১৬ ডিসেম্বর ২০২৪ইং তারিখ আনুমানিক ১৪৪০ ঘটিকায় বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মোঃ আব্দুল বারেক(৬২)পিতা-মৃত আফজাল আহম্মেদ,সাং-পূর্ব হোসেন পাড়া,উত্তর পতেঙ্গা,থানা-পতেঙ্গা, জেলা-চট্টগ্রাম’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

 

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে সূত্রে বর্ণিত মামলার এজাহারনামীয় পলাতক আসামী এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন ৪০নং ওয়ার্ড কাউন্সিলর মর্মে স্বীকার করে।এছাড়াও মামলা রুজু হওয়ার পর থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট থেকে গ্রেফতার এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল।

 

উল্লেখ্য যে,সিডিএমএস পর্যালোচনা করে গ্রেফতাকৃত আসামী চট্টগ্রাম সিটি কর্পোরেশন ৪০নং ওয়ার্ড কাউন্সিলর মোঃআব্দুল বারেক এর বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী,ঢাকা মহানগরীর মোহাম্মদপুর এবং লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানায় হত্যাচেষ্টা এবং নাশকতা সংক্রান্তে ০৩টি মামলার তথ্য পাওয়া যায়।

 

গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

Admin

আপলোডকারীর সব সংবাদ