সব
“ইসমাইল হোসেন”পতেঙ্গা ইসলামিয়া আলীয়া ফাজিল মাদ্রাসা সাবেক সিনিয়র শিক্ষক,দক্ষিণ হালিশহরস্থ এমবিশন আইডিয়াল স্কুল ও বন্দর ল্যাবের পরিচালক,পশ্চিম হোসেন আহম্মদ পাড়া হাফেজ জেবর মুল্লুকের ৩য় পুত্র মাওলানা মোঃইসমাইল হোসেন আজ শুক্রবার দুপুর সাড়ে ১২ টায় ইন্তেকাল করেছেন।
“ইন্নালিল্লাহি……রাজিউন”
আজ বাদে এশা হাউজিং কলোনী জামে মসজিদে মরহুমের জানাজা শেষে মহল্লার কবরস্থানে দাফন সম্পন্ন করা হয় বলে বন্দর ল্যাবের পরিচালক সূত্রে জানা গেছে।
মরহুমের মৃত্যুতে বিভিন্ন মহলের পক্ষে নেতৃবৃন্দরা শোক প্রকাশ করেছেন।
মন্তব্য