সব
১০ মার্চ(চট্টগ্রাম)নগরীর ইপিজেড থানাধীন দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের সামনে ১০ মার্চ,সোমবার সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ধর্ষকদের দ্রুত গ্রেফতার এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।
এতে নেতৃবৃন্দর মধ্যে বক্তব্য রাখেন আতিকুর রহমান রাফি,ছাত্র-চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট,
শিহাব উদ্দিন,ছাত্র শ্যামলী পলিটেকনিক ইনস্টিটিউট।
মুরাদ হাসান,ছাত্র ব্যারিস্টার সুলতান আহমেদ ডিগ্রি কলেজ,রবিউল হাসান,ছাত্র -ওমরগনী এমএই এস কলেজ।এছাড়া বিভিন্ন সংগঠন ও স্কুল কলেজের ছাত্রছাত্রী গণ উপস্থিত ছিলেন।
স্থানীয় ছাত্রদের আয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে উক্ত প্রতিবাদ মিছিলটি বন্দর টিলা হয়ে সিমেন্ট ক্রসিং মোড় থেকে তালতলা- নেভী হাসপাতাল গেট এলাকার দক্ষিন হালিশহর উচ্চ বিদ্যালয়ে এসে শান্তিপূর্ণ ভাবে শেষ হয়।
এসময় বক্তারা তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন,সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ,চুরি,ডাকাতি-ছিনতাই রাহজানি সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার প্রতিবাদে এবং ধর্ষকদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির নিশ্চিত করার জন্য উক্ত প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।
মন্তব্য