মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ৪ চৈত্র, ১৪৩১
শিরোনাম:
কোরআন’এর’পাখিদের সম্মাননা:বন্দরটিলা শাহ্ প্লাজা জামে মসজিদে পবিত্র খতমে তারাবীহ হাফেজদের ফুলেল সংবর্ধনা… চট্টগ্রামে জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন বাজারে মনিটরিং কার্যক্রম অব্যাহত…. জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন -২০২৫ বন্দর ইপিআই জোনের আওতায় ৬ওয়ার্ডে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে…. চট্টগ্রামে নিত্য পণ্যের বাজার মনিটরিং এ জেলা প্রশাসনের টিম… চট্টগ্রাম বহুমুখী মানব কল্যাণ পেশাজীবী পরিষদের উদ্যোগে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ… চট্টগ্রাম আনোয়ারায় রজায়ী ফাউন্ডেশনের উদ্যোগে উপহার সামগ্রী বিতরণ অব্যাহত…. ইপিজেডে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যােগে ধর্ষকদের দ্রুত গ্রেফতার ও শাস্তি দাবিতে প্রতিবাদ মিছিল… নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে পুলিশ কমিশনার হাসিব আজিজ… পতেঙ্গা-হালিশহর রড সিমেন্ট দোকান মালিক সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত… ভান্ডারিয়া পেশাজীবী পরিষদ চট্টগ্রাম ‘এর’ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত…. বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর মহানগর কমিটির পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত… বাউরিয়া থেকে অস্ত্র সহ রুবেল ডাকাত গ্রেপ্তার… ইপিজেডে সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত…. সেরা উপস্থাপক’এর পুরস্কার জিতলেন তানিয়া আফরিন… সাংবাদিক পুত্র সাফওয়ান খানের আজ প্রথম তম জন্মদিন… চট্টগ্রামে মেয়র একাডেমি(অ-১৩)কাপ ফুটবলের বাছাই কার্যক্রম শেষে প্রতিনিধি সভা অনুষ্ঠিত…. বন্দর এলাকায় ধর্ষকদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে প্রতিবাদ মিছিল… পতেঙ্গা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইসরাফিল খসরু:দেশ ও জনগণের ভালোবাসা পাওয়ার শিক্ষার্জন করার আহবান…. সাংবাদিক সোহাগ আরেফিন এর আজ জন্মদিন… ৩৯ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ৩১ দফা বাস্তবায়নের তৃণমূল পর্যায়ে কর্মশালা ও মতবিনিময় সভা:সংস্কার কাজ নির্বাচিতদের মাধ্যমে সম্ভব,এরশাদ উল্লাহ…. জাতীয় পর্যায়ে তারুণ্যের উৎসব ২০২৫ ইয়ুথ দাবা টুর্নামেন্টে চট্টগ্রাম বিভাগীয় দলের ব্যাপক সাফল্য অর্জন… দক্ষিণ হালিশহরে নবীন-প্রবীনদের ঘরোয়া ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে ঐতিহ্যবাহী সানফ্লাওয়ার স্পোর্টিং ক্লাব…. চট্টগ্রামের বন্দরটিলায় মুরাদ ডান্স ও সাংস্কৃতিক চর্চা একাডেমীর আনুষ্ঠানিক উদ্বোধন…. ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি’র কর্মরত ৫৪৫ জন চাকুরিহারাদের সংবাদ সম্মেলন আগামী ১৫ দিনের মধ্যে চাকুরিহারাদের স্ব-পদে বহালের দাবী, অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি… সিইপিজেড এলাকায় নিউ চাঁদের আলো হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন… চট্টগ্রামে শীঘ্রই সিডিএফ মেয়র কাপ(অ-১৩)একাডেমি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ ইং শুরু হচ্ছে…. চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামকে বাফুফের কাছে লিজা বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন… “KEY HAND OVER CEREMONY” অনুষ্ঠানে সিএমপি কমিশনার মহোদয়… সাংবাদিক সাইফুল ইসলামের পরিবারের উপর অমানবিক নির্যাতন চালানো হয়েছে,জড়িতদের বিচার দাবি করছে সিএমইউজে– পটিয়াপাইরোল ইউপিতে লায়ন্স হিউম্যানিটি ঢাকা ক্লাবের চিকিৎসা সেবা ও শিক্ষা সামগ্রী বিতরণ…

হামলাকারী ইউপি সদস্যকে গ্রেফতার করতে সাংবাদিকদের আল্টিমেটাম, দায়িত্বে অবহেলা করলেই কঠোর আন্দোলন।

বিশেষ প্রতিনিধি,চট্টগ্রামঃ আপডেটঃ শুক্রবার, ২১ জুন, ২০২৪, ১০:১৮ পূর্বাহ্ণ 140 বার পড়া হয়েছে

দুর্নীতির সংবাদ প্রকাশের জের ধরে ভয় ভীতি প্রদর্শনপূর্বক সাংবাদিকের স্বাধীনতা হরণ,হামলা,মামলা ও নারীর শ্লীলতাহানির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারী ইউপি সদস্য মোঃআনোয়ারুল ইসলামসহ তার সহকর্মীদের গ্রেপ্তারের দাবিতে চট্টগ্রাম সাংবাদিক সংস্থা(চসাস)ও চট্টগ্রামে কর্মরত সাংবাদিকরা প্রতিবাদ সমাবেশ করেছে।বৃহস্পতিবার(২০জুন) বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

চসাস সভাপতি সৈয়দ দিদার আশরাফীর সভাপতিত্বে ও রাজীব দাস তুষারের সঞ্চালনায় আন্দোলনকারী সাংবাদিকরা হামলাকারী ১নং ওয়ার্ডের ইউপি সদস্য আনোয়ারুল ইসলাম ও তার সহযোগীদের গ্রেফতারের দাবি জানান।বাঁশখালী থানা পুলিশ ভুক্তভোগীর পক্ষে বারবার মামলা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েও মামলা না নেওয়ায় আন্দোলনরত সাংবাদিকরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে।তারা বলেন,মামলা নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সময় অতিবাহিত করা হয়েছে।

এমনটা উচিত নয়।যদি আগামী শুক্রবারের মধ্যে থানা পুলিশ মামলা না নেয় তাহলে আমরা চট্টগ্রাম বিভাগীয় কমিশনার,চট্টগ্রাম জেলা প্রশাসক এবং চট্টগ্রাম পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করব।সেই সাথে মামলা নেয়ার কথা বলে সময় বিলম্বের কারণে পক্ষপাতিত্বের অভিযোগ এনে ওসিসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আমরা আদালতে মামলা করব।কে কোথায় অনিয়ম করছে আমাদের সব জানা আছে।প্রয়োজনে আমরা থলের বিড়াল খুঁজে বের করব।

চসাস সাধারণ সম্পাদক ওসমান এহতেসাম বলেন,বাঁশখালী উপজেলার ৩নং খান খানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দীন হায়দারের চাল চুরির দুর্নীতি গণমাধ্যমে প্রকাশ করায় সাংবাদিক গাজী গোফরানের বড় ভাই মোঃবোরহান উদ্দিনের উপর অভিযুক্ত ইউপি সদস্য চেয়ারম্যানের নির্দেশে হামলা করে।এমনকি সাংবাদিকের মায়ের শাড়ি ধরে টানা হেচড়া করে।উল্টো তিনিই আবার টাকা ও মদদদাতাদের সুপারিশে সরকারি কাজে বাধার অভিযোগ তুলে ভুক্তভোগীর বিরুদ্ধে মিথ্যা মামলা করে।যা ইউপি সদস্য নিজে তার ফেসবুক স্ট্যাটাসে তুলে ধরেছেন। এমন অন্যায় হতে দেয়া যায় না। আমরা এই অপরাধের শাস্তি চাই। আমরা একদিনের আল্টিমেটাম দিলাম।যদি এই অপরাধীকে গ্রেপ্তার করা না হয় আমরা বৃহত্তর কর্মসূচি নিয়ে মাঠে নামব।ভুক্তভোগী পরিবারের পক্ষে সাংবাদিক গাজী গোফরান বলেন,তাদের দুর্নীতির সংবাদ প্রকাশের পরের দিন আমার ভাই বাজারে যাওয়ার সময় ওই ইউপি সদস্য তার পথ আটকে দেয়।জানতে চান,তোর ভাই কেন চেয়ারম্যানের বিরুদ্ধে নিউজ করেছে।আমার বড় ভাই এ বিষয়ে আমার সাথে কথা বলতে বললেই,তাকে বেধরক থাপ্পড় ও কিল ঘুষি মারতে থাকে।একপর্যায়ে আত্ম রক্ষার্থে আমার ভাই ছুটাছুটি করলে তার গালে থাপ্পড় লাগে।আমার মতে, নিজেকে আত্মরক্ষা করা দোষের না। সবাই বাঁচতে চায়।প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন,চসাস’র অন্যতম সংগঠক প্রণবরাজ বড়ুয়া,যুগ্ম সাধারণ সম্পাদক ও মানবকন্ঠ প্রতিনিধি ওমর ফারুক,সহ-সাংগঠনিক পলাশ কান্তি নাথ,অনুষ্ঠান সম্পাদক ঈসা মোহাম্মদ, বাংলাদেশ কৃষক আম জনতার মহাসচিব সাংবাদিক মনজুরুল আলম, দৈনিক জনবাণী প্রতিনিধি আইয়ুব মিয়াজী,সাংবাদিক মোঃজাহিদুল ইসলাম,চসাস সদস্য জিয়াউল ইসলাম জিয়া,সদস্য সেলিম রেজা,ক্রাইম রিপোর্টার আব্দুল মোমিন,কবি অভিলাষ মাহমুদ,সংগঠক মীর বরকত হোসেন,সাংবাদিক ওসমান জাহাঙ্গীর, হাফেজ আহমেদ,সাংবাদিক আব্দুল সাত্তার টিটু,চসাস সদস্য জাহাঙ্গীর আলম,চসাস সদস্য মোঃআতিকুর গোলদার,মোঃজামশেদ ও মোঃসাজ্জাদ।

উল্লেখ্য,বাঁশখালী উপজেলার জেলেদের জন্য বরাদ্দকৃত সরকারি চাল সঠিকভাবে বন্টন করা হচ্ছে কিনা তা দেখতে গত ১২ জুন সকালে খানখানাবাদ ইউনিয়ন পরিষদে যান চট্টগ্রাম বাঁশখালী ১৬ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান সিআইপি। যেখানে ইউনিয়ন পরিষদের ব্যাপক অনিয়ম ধরা পড়ে।এই অনিয়মের তথ্য পেয়ে গত ১৩ জুন সংবাদ প্রকাশ করে সরকার নিবন্ধিত জেএ টিভি প্রতিনিধি সাংবাদিক গাজী গোফরান।

উক্ত সংবাদ প্রকাশের জের ধরে গত শুক্রবার(১৪ জুন)সন্ধ্যায় খানখানাবাদ জেলেপাড়া বাজার এলাকায় ইউপি সদস্য আনোয়ারুল ইসলাম ও তার সহযোগী সন্ত্রাসীরা মিলে গাজী গোফরানের বড় ভাই মোঃবোরহান উদ্দিনের উপর হামলা করে।এমনকি ঘন্টা দুইয়ের ব্যবধানে পুরুষ শূন্য বাড়িতে প্রবেশ করে নিরুপায় নারীদের শাড়ি ধরে টানা হেচড়া করে ওই ইউপি সদস্য ও তার লোকজন।কিন্তু এ ঘটনাকে ভিন্ন দিকে প্রভাবিত করতে সরকারি কাজে বাঁধা দেওয়ার মিথ্যা অভিযোগ এনে উল্টো ওই ভুক্তভোগী পরিবারের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।পরে আবার সোশ্যাল মিডিয়া ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নানা জনের তদবিরে রচিত মামলার কথাও স্বীকার করেন ওই ইউপি সদস্য।দাবি করেন, আরেকটু সময় পেলে অবস্থা খারাপ হতো।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

Admin

আপলোডকারীর সব সংবাদ