সব
গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী ও প্লাটিনাম জয়ন্তী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আজ রবিবার সকাল ৭টায় উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর,সকাল সাড়ে ৭টায় জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী বৃন্দ।সকাল ১০টায় এক বর্ণাঢ্য আনন্দ র্যালী বের হয়ে উপজলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয় চত্বরে সমবেত হন।এর পর সন্ধ্যা সোয়া সাতটায় দলীয় কার্যালয়,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির বেদী ও শহীদ বেদীতে মোমবাতী প্রজ্জ্বলন,সাড়ে সাতটায় দলীয় কার্যালয়ে কেক কেটা, আলোচনা সভা এবং রাত সোয়া নয়টায় উপজেলা পরিষদ চত্বরে আতোশবাজী উৎসবের আয়োজন করে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠন।প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে দলীয় কার্যালয়কে সাজানো হয় বাহারী সাজে।করা হয় রঙিন আলোক সজ্জা।ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে পুরো উপজেলা সহ চারপাশ। নেতাকর্মীদের পদচারণায় মুখরিত হয়ে উঠে উপজেলা চত্বর।এ সময় উপজেলা আওয়ামীলীগ সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস,সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ,উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, প্রধান মন্ত্রী কার্যালয়ের এ্যাসাইনমেন্ট অফিসার আফরোজা বিনতে মনসুর (গাজী লিপি)পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা,ভাইস চেয়ারম্যান দেব দুলাল বসু পল্টু,আওয়ামী লীগের সহ সভাপতি বিমলেন্দু সরকার, সহসভাপতি এইচএম অহিদুল ইসলাম হাজরা,সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন খান,আওয়ামীলীগ নেতা মাজহারুল আলম পান্না,মহিলা আওয়ামী লীগ সভানেত্রী ও আমতলী ইউপি চেয়ারম্যান রাফেজা বেগম ,টুটুল শেখ,কবিরুল ইসলাম রুনি,বাচ্চু হাজরা,স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গাজী খায়রুজ্জামান খসরু,সাধারন সম্পাদক বাবলু হাজরা,যুবলীগ সভাপতি ফজলুর রহমান দিপু,ইউপি চেয়ারম্যান তুষার মধু,অনুপ বৈদ্য সহ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।২৩/০৬/২০২৪ইং
মন্তব্য