মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৫ ফাল্গুন, ১৪৩১
শিরোনাম:
৩৯ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ৩১ দফা বাস্তবায়নের তৃণমূল পর্যায়ে কর্মশালা ও মতবিনিময় সভা:সংস্কার কাজ নির্বাচিতদের মাধ্যমে সম্ভব,এরশাদ উল্লাহ…. জাতীয় পর্যায়ে তারুণ্যের উৎসব ২০২৫ ইয়ুথ দাবা টুর্নামেন্টে চট্টগ্রাম বিভাগীয় দলের ব্যাপক সাফল্য অর্জন… দক্ষিণ হালিশহরে নবীন-প্রবীনদের ঘরোয়া ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে ঐতিহ্যবাহী সানফ্লাওয়ার স্পোর্টিং ক্লাব…. চট্টগ্রামের বন্দরটিলায় মুরাদ ডান্স ও সাংস্কৃতিক চর্চা একাডেমীর আনুষ্ঠানিক উদ্বোধন…. ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি’র কর্মরত ৫৪৫ জন চাকুরিহারাদের সংবাদ সম্মেলন আগামী ১৫ দিনের মধ্যে চাকুরিহারাদের স্ব-পদে বহালের দাবী, অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি… সিইপিজেড এলাকায় নিউ চাঁদের আলো হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন… চট্টগ্রামে শীঘ্রই সিডিএফ মেয়র কাপ(অ-১৩)একাডেমি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ ইং শুরু হচ্ছে…. চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামকে বাফুফের কাছে লিজা বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন… “KEY HAND OVER CEREMONY” অনুষ্ঠানে সিএমপি কমিশনার মহোদয়… সাংবাদিক সাইফুল ইসলামের পরিবারের উপর অমানবিক নির্যাতন চালানো হয়েছে,জড়িতদের বিচার দাবি করছে সিএমইউজে– পটিয়াপাইরোল ইউপিতে লায়ন্স হিউম্যানিটি ঢাকা ক্লাবের চিকিৎসা সেবা ও শিক্ষা সামগ্রী বিতরণ… পতেঙ্গায় সী-ভিউ স্পোর্টস এরিনার উদ্ধোধন:লক্ষ্য পতেঙ্গা -হালিশহর অঞ্চলের খেলোয়াড় সৃষ্টি… টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম,থানায় মামলা… বরিশাল বিভাগীয় সমিতি চট্টগ্রামস্থ ইপিজেড-পতেঙ্গা অঞ্চলের অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন… দক্ষিণ হালিশহরে জামায়াতে ইসলামীর দাওয়াতী‌ সভায় মহানগর নায়েবে আমির নজরুল ইসলাম…. নলডাঙ্গায় শীতবস্ত্র বিতরণ… অনিয়ম দুর্নীতি-বৈষম্যের বিরুদ্ধে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের সচেতন ছাত্র সমাজের প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালন… আন্তঃএকাডেমি কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে পদ্মা হাউস… চট্টগ্রামে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন:বন্দর জোন জিতেছে… “বীমার ক্ষেত্রে শীর্ষ নাম সন্ধানী লাইফ ইন্সুরেন্স”পতেঙ্গা মডেল শাখার মৃত্যু দাবী-ম্যাচুরিটি চেক প্রদান অনুষ্ঠান… ঐতিহ্যবাহী”দক্ষিণ হালিশহর কেজি এন্ড হাই স্কুলের কার্যকরী পরিষদের জরুরি সভা অনুষ্ঠিত…. চসিকের ২৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইলিয়াস কে গ্রেফতার.. চট্টগ্রামের খুলশী এলাকা থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত পুরুষের লাশ উদ্ধার… চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে অভিযোগ:পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তার পরিচয়ে অন্যর সম্পত্তি দখলে ছগির ভূঞা… বাকলিয়ায় সানরাইজ গ্রামার স্কুলের ২৫তম শাখার শুভ উদ্বোধন… চট্টগ্রামে জিয়া স্মৃতি ক্রিকেট শুরু:লাল-সবুজের বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন সাবেক বিসিবি পরিচালক শফিকুল হক হিরা… চট্টগ্রামে জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের বিভাগীয় পর্যায়ে ম্যাচ কাল….. ফেলানীর পরিবারের দায়িত্ব নিলেন উপদেষ্টা আসিফ… নগরীতে অসাধু চক্র-ঠকবাজ ও ‌প্রতারণা থেকে রক্ষায় পুলিশ কমিশনারের সতর্ক বিজ্ঞপ্তি…. শিক্ষার্থীদের মাঝে শীতের উপহার বিতরণ:এই যেন ভালোবাসার উপহার….

চট্টগ্রামে জাতীয় পরিচয়পত্র(এনআইডি)সংশোধনী সেবা সহজ করণ করা হচ্ছে

নিজস্ব প্রতিনিধিঃ আপডেটঃ মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪, ৫:১৫ পূর্বাহ্ণ 86 বার পড়া হয়েছে

২৩ জুন শেষ চট্টগ্রাম অঞ্চলের নাগরিকদের জন্য অবশেষে সহজ হচ্ছে ভোটার তালিকায় অন্তর্ভুক্তি ও জাতীয় পরিচয়পত্র(এনআইডি)সংক্রান্ত সেবা।এখন থেকে কেবল শিক্ষা সনদ বা বৈধ কাগজ থাকলেই এই সেবা দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে সংস্থাটি।এতে করে সরে যাবে রোহিঙ্গা সন্দেহের তীরের সরি।নির্বাচন কমিশনের(ইসি) কর্মকর্তারা জানিয়েছেন,সম্প্রতি এক সভায় এমন সিদ্ধান্ত হয়েছে।এজন্য সুপারিশ পাঠাতে চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন সংস্থাটির সচিব শফিউল আজিম। খবর বাংলানিউজের।ঐ নির্দেশনায় বলা হয়েছে,চট্টগ্রাম অঞ্চলে ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার ক্ষেত্রে বিশেষ এলাকার যেসব নাগরিকের অ্যাকাডেমিক সনদ বা বৈধ কাগজপত্র আছে তাদের সন্দেহভাজন রোহিঙ্গাদের মতো একই ক্যাটাগরিতে না ফেলে তাদের ভোটার নিবন্ধন সহজ করতে হবে।প্রয়োজনে এ সংক্রান্ত কমিটির পুনর্গঠন ও তাদের কার্যপরিধি হালনাগাদ করতে হবে।এজন্য আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা,চট্টগ্রাম সুপারিশসহ দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন ইসি সচিবালয়ে পাঠাবেন। রোহিঙ্গারা সমতলে ছড়িয়ে পড়ায় ২০১৯ সালে নির্বাচন কমিশন চট্টগ্রাম অঞ্চলের ৩২টি উপজেলা/থানাকে বিশেষ এলাকা ঘোষণা করে ইসি।ঐ ৩২টি উপজেলা/থানার ভোটারযোগ্য ব্যক্তিদের নিবন্ধনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে‘বিশেষ কমিটি’ গঠন করা হয়।ঐ কমিটির যাচাই,বাছাই এবং সুপারিশ প্রাপ্তির পর সংশ্লিষ্ট এলাকার ভোটার নিবন্ধন সম্পন্ন হয়।বিশেষ এলাকাগুলো–কক্সবাজার সদর উপজেলা,চকরিয়া,টেকনাফ, রামু,পেকুয়া,উখিয়া,মহেশখালী ও কুতুবদিয়া।বান্দরবানের সদর,রুমা, থানচি,বোয়াংছড়ি,আলীকদম,লামা ও নাইক্ষ্যংছড়ি উপজেলা।

এছাড়াও রাঙামাটির সদর,লংগদু, রাজস্থলী,বিলাইছড়ি,কাপ্তাই,বাঘাইছড়ি,জুরাছড়ি ও বরকল এবং চট্টগ্রামের বোয়ালখালী,পটিয়া,আনোয়ারা, চন্দনাইশ,সাতকানিয়া,লোহাগড়া, বাঁশখালী,রাঙ্গুনিয়া ও কর্ণফুলী উপজেলাকে বিশেষ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে।এসব এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও)আহ্বায়ক ও উপজেলা নির্বাচন কর্মকর্তাকে সদস্য সচিব করে গঠিত ১৫ সদস্যের বিশেষ কমিটির কাজও নির্ধারণ করে দিয়েছিল ইসি।

এক্ষেত্রে বিশেষ কমিটিকে বলা হয়েছিল–রোহিঙ্গা অধ্যুষিত বিশেষ এলাকার ভোটার নিবন্ধনের ক্ষেত্রে আবেদনকারীর নাগরিক সনদ(রঙিন ছবিযুক্ত)তার বাবা–মা/স্বামী/স্ত্রীর এনআইডি,বাবা–মায়ের নাগরিক সনদ, নিকাহনামা/কাবিননামা(বিবাহিত হলে), পাসপোর্ট(যদি থাকে)পাবলিক পরীক্ষার সনদ এবং অনলাইন জন্ম/মৃত্যু সনদের ভেরিফাইড কপি যাচাইপূর্বক গ্রহণযোগ্য হবে।স্থানীয় মেয়র/চেয়ারম্যান কর্তৃক সম্প্রতি প্রদত্ত জাতীয়তা/নাগরিকত্ব সনদের মূলকপি, স্মারক নং ও তারিখ সম্বলিত প্রত্যয়নপত্র,রঙিন ছবিযুক্ত ও ছবির উপর কর্তৃপক্ষের সিলমোহর সম্বলিত হলে তা গ্রহণযোগ্য হবে।রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় বাড়ি বাড়ি গিয়ে তথ্য ফরমের পাশাপাশি ভোটারযোগ্য নাগরিকদের অনলাইন নিবন্ধন ফরম (ফরম-২)পূরণ এবং পূরণ করা ফরম ডাউনলোড করে প্রিন্ট করে দাখিল করলে তা গ্রহণযোগ্য হবে।তবে বিশেষ এলাকার জন্য অতিরিক্ত বিশেষ তথ্য ফরম আব্যশিকভাবে পূরণ করে দাখিল করতে হবে;রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় তথ্যসংগ্রহকারী এবং সুপারভাইজাররা স্থানীয় জনপ্রতিনিধি চেয়ারম্যান/সাধারণ মেম্বার/সংরক্ষিত মেম্বার/চৌকিদারের সহায়তায় তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করতে হবে এবং রোহিঙ্গারা যাতে কোনোভাবেই ভোটার হিসেবে বিশেষ এলাকাসমূহে বা দেশের অন্য কোনো অঞ্চলে নিবন্ধিত না হতে পারে,সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।

এছাড়া রোহিঙ্গা অধ্যুষিত বিশেষ এলাকাগুলোর ক্ষেত্রে নিবন্ধনের জন্য ফরমে উল্লিখিত যাবতীয় তথ্যাদি এবং তথ্যাদির স্বপক্ষে প্রমাণক হিসেবে দাখিলকৃত ডকুমেন্টস বিশেষ কমিটিকে’পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করতে হবে।বিশেষ কমিটি’ বিশেষ এলাকার জন্য প্রযোজ্য প্রতিটি বিশেষ ফরম পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাইপূর্বক সিদ্ধান্ত নিতে হবে।এসব ছাড়াও জমির দলিল,চাচা,মামা,খালা, ফুপি,নানা-নানি,দাদা-দাদির কাগজপত্রও জমা দিতে হত।ফলে নিজ দেশের নাগরিক হয়েও রোহিঙ্গা নয়, এই প্রমাণ দিতে বিড়ম্বনায় পড়েন চট্টগ্রাম অঞ্চলের বাসিন্দারা।

খোদ ইসি কর্মকর্তারা বলছেন,ঐ নির্দেশনার পর গত কয়েক বছরে চট্টগ্রাম অঞ্চলের নাগরিকদের ভোগান্তির কোনো সীমা নেই। এনআইডি সেবা তো দূরের কথা ভোটার হতে গেলেও রোহিঙ্গা সন্দেহে পড়তে হয় তাদের।তবে শিক্ষা সনদ বা বৈধ কোনো কাগজের ভিত্তিতে এই সেবা দেওয়া হলে হাফ ছেড়ে বাঁচবেন চট্টগ্রামের নগর বাসীএই বিষয়ে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ‍ মোঃ ইউনুছ আলী আরো জানিয়েছেন, ভোটার তালিকা হালনাগাদ করা এবং সংশোধনী সেবা সহজ উপায়ে করা হবে,যাতে বৈধ এন আইডি কার্ড নিয়ে কেউ কখনো আর ঘুরা ঘুরি করতে হবে না।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

Admin

আপলোডকারীর সব সংবাদ