সব
২৫ জুন সোনার বাংলা গড়ার প্রত্যয়ে কর্মক্ষেত্রে অসামান্য অবদান রাখায় এবং শুদ্ধাচার চর্চার স্বীকৃতিস্বরূপ চট্টগ্রামের শুদ্ধাচার পুরস্কার ২০২৩-২৪ পেয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।
গতকাল সোমবার(২৪ জুন)দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে আয়োজিত শুদ্ধাচার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম এ সম্মাননা পদক প্রদান করেন।এ সময় জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন,এই পদক আমার জন্য নিরন্তর অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।আমি বরাবরের মতই সততা,নিষ্ঠা এবং নির্ভরযোগ্যতার সঙ্গে আমার পেশাগত দায়িত্ব পালনে সচেষ্ট থাকব।অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মোঃতোফায়েল ইসলাম বলেন,শুদ্ধাচার পুরস্কার প্রদানে বিভাগীয় কমিশনারের কার্যালয় চট্টগ্রামের নৈতিকতা কমিটি ও বাছাই কমিটির সভায় সকল কর্মকর্তা কর্মচারীর কার্যাবলি পর্যালোচনা করা হয়।যাচাই-বাছাইয়ের পর চট্টগ্রাম বিভাগের ১১ জন জেলা প্রশাসকের মধ্যে নির্বাচিত হয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক।কর্মক্ষেত্রে তার পদচারণা নিঃসন্দেহে সকলের জন্য অনুসরণীয় এবং একই সঙ্গে অনুপ্রেরণাদায়ক।
মন্তব্য