সব
২৭ জুন কর্মক্ষেত্রে শুদ্ধাচার চর্চার স্বীকৃতিস্বরূপ সিএমপিতে কর্মরত দুইজন পুলিশ সদস্যকে জাতীয় শুদ্ধাচার পুরস্কার ২০২২-২০২৩ প্রদান করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মকমিশনার(অ্যাডিশনাল আইজিপি) কৃষ্ণ পদ রায়,বিপিএম(বার)পিপিএম (বার)
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ(আইজিপি)’র পক্ষে তিনি পুরস্কারপ্রাপ্তদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন।কর্মক্ষেত্রে শুদ্ধাচার প্রদর্শন করে সিএমপি কমিশনারের হাত থেকে পুরস্কারটি গ্রহণ করেন সিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সরবরাহ)গাজী রবিউল আলম (পুলিশ সুপার)এবং সিএমপিতে কর্মরত কনস্টেবল মোঃনুরুল হুদা।
এই সময় মান্যবর পুলিশ কমিশনার শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান।তারা পেশাগত জীবনে সততা,নিষ্ঠা ও দক্ষতার সাথে সাফল্যের ধারা অব্যাহত রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।পুরস্কার প্রদানের সময় আরও উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ)আ স ম মাহাতাব উদ্দিন,পিপিএম-সেবা ও অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃআব্দুল ওয়ারীশ, পিপিএম-সেবা।
উল্লেখ্য যে,কর্মচারীর পেশাগত জ্ঞান ও দক্ষতা,সততা ও নৈতিকতা,সেবা প্রদানে দক্ষতা,কর্তব্যনিষ্ঠা ও স্ব-প্রণোদিত উদ্যোগ,শৃঙ্খলাবোধ,সহকর্মী ও সেবাগ্রহীতার সঙ্গে আচরণ,প্রতিষ্ঠানের বিধিবিধানের প্রতি শ্রদ্ধাশীল থাকা, সমন্বয় ও নেতৃত্বদানের ক্ষমতা, তথ্যপ্রযুক্তি ব্যবহারে পারদর্শিতা, উদ্ভাবনী চর্চার সক্ষমতা,বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নে তৎপরতা,নথি ব্যবস্থাপনায় দক্ষতা, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত দায়িত্ব পালনসহ বিভিন্ন সূচক মূল্যায়নপূর্বক জাতীয় শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়।
মন্তব্য