সব
২৮ জুন চট্টগ্রামের পটিয়া উপজেলায় হাইদগাঁও এলাকার হীরা তালুকদার বাড়ির বাঁচা মিয়ার মেয়ে রীমা আক্তার (২০)শুক্রবার ব্যাংকার মিজানুর রহমান নামে এক যুবকের সাথে বিয়ে হবার কথা এই রীমা আক্তারের।
আর বিয়ের ঠিক একদিন আগেই হবু বরের উদ্দেশ্যে করে চিরকুট লিখে আত্মহত্যা করেছেন বলে পটিয়া থানা সূত্রে জানা গেছে।রীমা চিরকুটে লিখেছেন,প্রিয় শখের পুরুষ,তুমি করো তোমার বিয়ে।আমার পরিবার থেকে যে যৌতুকের টাকা তোমাদের দিয়েছে, সেগুলো শোধ করে দিও।তুমি আমাকে বাঁচতে দিলে না।আর তোমার জন্য আমার সুন্দর জীবন উপভোগ করতে পারলাম না।তুমি নাও ফার্নিচার ও যৌতুকের টাকা,আমি চল্লাম..!
গতকাল বৃহস্পতিবার(২৭ জুন)দুপুরে হবু স্বামীর উদ্দেশ্যে এভাবেই চিরকুট লিখে আত্মহত্যা করেছেন চপটিয়া উপজেলায় হাইদগাঁও ৮নং ওয়ার্ডস্থ এলাকার হীরা তালুকদার বাড়ির বাঁচা মিয়ার মেয়ে রীমা আক্তার(২০)নিহত রীমা পটিয়া সরকারি কলেজের অর্নাস ৩বর্ষের ছাত্রী ছিলেন।
ঐচিরকুটে রীমা আরও লিখেছেন, আমার পরিবারকে বলছি,মোরশেদ নামক বদমাইশ কে তোমরা ছাড়বে না,ওকে তার প্রাপ্ত শাস্তি দিতে প্রশাসন কে বলবে।জানা গেছে,লীমার হবু বর মিজানুর রহমান নারায়ণগঞ্জে আল-আরাফাহ ইসলামী ব্যাংকে কর্মরত আছেন।তার সঙ্গে রীমার দীর্ঘ দিনের প্রেমের সম্পর্ক ছিল।সম্প্রতি পারিবারিকভাবে তাদের বিয়ে ঠিক হয়। বৃহস্পতিবার তাদের মেহেদী অনুষ্ঠান এবংআজ তাদের বিয়ে হওয়ার কথা ছিল।
এ বিষয়ে রীমার ভাই আজগর হোসেন বলেন,‘আমার বোন পটিয়া সরকারি কলেজে অনার্সের ছাত্রী ছিল।ছেলের পক্ষের আগ্রহে আমরা বিয়েতে রাজি হয়েছি।উভয়ের প্রেমের সম্পর্ক থাকা সত্ত্বেও যৌতুক দাবি করায় আমার বোন অপমানিত হয়ে রাগে আত্মহত্যা করে।’
তিনি আরও বলেন,ছেলে যে এতটা যৌতুক লোভী হবে আমরা জানতাম না।প্রাণ দিয়ে আমার বোন তার মুখোশ উম্মোচন করে দিয়েছে।আমরা এতদিন বুঝতে পারেনি।রীমার চাচা মোঃনাছির বলেন,দুদিন আগে হবু বর মিজানুর রহমানের পরিবারকে ২লাখ টাকা দিয়েছি বিয়ের খরচ বা বরযাত্রীর খাবারের পরিবর্তে বলে নিয়েছে তাদের পরিবার।আমার ভাতিজি আত্মহত্যার আগে চিরকুটে উল্লেখ করেছেন তাকে আজকেও নাকি ভিডিও কল দিয়ে যৌতুকের টাকা দাবি করেছে।পটিয়া থানার পরিদর্শক(তদন্ত)আবদুর রহিম সরকার বলেন,এ বিষয়ে ভুক্তভোগীর পরিবারের কেউ অভিযোগ করেন নি।
অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।তিনি আরো বলেন, যৌতুকের জন্য ছাপ ও জোরপূর্বক দাবি করে উপহার ও অন্যান্য জিনিস পত্র নেওয়ার বিষয়ে প্রমাণ পেলে অভিযুক্ত হবু বর মিজানুর রহমানের পরিবার সদস্যদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য