রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫, ১২ মাঘ, ১৪৩১
শিরোনাম:
বরিশাল বিভাগীয় সমিতি চট্টগ্রামস্থ ইপিজেড-পতেঙ্গা অঞ্চলের অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন… দক্ষিণ হালিশহরে জামায়াতে ইসলামীর দাওয়াতী‌ সভায় মহানগর নায়েবে আমির নজরুল ইসলাম…. নলডাঙ্গায় শীতবস্ত্র বিতরণ… অনিয়ম দুর্নীতি-বৈষম্যের বিরুদ্ধে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের সচেতন ছাত্র সমাজের প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালন… আন্তঃএকাডেমি কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে পদ্মা হাউস… চট্টগ্রামে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন:বন্দর জোন জিতেছে… “বীমার ক্ষেত্রে শীর্ষ নাম সন্ধানী লাইফ ইন্সুরেন্স”পতেঙ্গা মডেল শাখার মৃত্যু দাবী-ম্যাচুরিটি চেক প্রদান অনুষ্ঠান… ঐতিহ্যবাহী”দক্ষিণ হালিশহর কেজি এন্ড হাই স্কুলের কার্যকরী পরিষদের জরুরি সভা অনুষ্ঠিত…. চসিকের ২৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইলিয়াস কে গ্রেফতার.. চট্টগ্রামের খুলশী এলাকা থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত পুরুষের লাশ উদ্ধার… চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে অভিযোগ:পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তার পরিচয়ে অন্যর সম্পত্তি দখলে ছগির ভূঞা… বাকলিয়ায় সানরাইজ গ্রামার স্কুলের ২৫তম শাখার শুভ উদ্বোধন… চট্টগ্রামে জিয়া স্মৃতি ক্রিকেট শুরু:লাল-সবুজের বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন সাবেক বিসিবি পরিচালক শফিকুল হক হিরা… চট্টগ্রামে জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের বিভাগীয় পর্যায়ে ম্যাচ কাল….. ফেলানীর পরিবারের দায়িত্ব নিলেন উপদেষ্টা আসিফ… নগরীতে অসাধু চক্র-ঠকবাজ ও ‌প্রতারণা থেকে রক্ষায় পুলিশ কমিশনারের সতর্ক বিজ্ঞপ্তি…. শিক্ষার্থীদের মাঝে শীতের উপহার বিতরণ:এই যেন ভালোবাসার উপহার…. তৃণমূল পর্যায়‌ থেকে বিএনপিকে ঢেলে সাজানো হবে:৩৯ নং ওয়ার্ডের বি,ইউনিট বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত… চট্টগ্রামে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন:ট্রাইবেকারে সবুজদলের কাছে ৪-১হেরেছে লাল দল… চট্টগ্রাম ডিসি পার্কে ফুলের উৎসব শুরু হয়েছে:জুলাই–আগস্ট অভ্যুত্থান কর্নার স্থাপন… চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে  টোল আদায়ের মাধ্যমে যানবাহন চলাচল শুরু… শোক সংবাদ ও গভীর শোকাহত… মাইজভাণ্ডারী একাডেমীর সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন:শিশুদেরকে অন্যের সঙ্গে তুলনা না করে বিকশিত করার সুযোগ দিতে হবে… নিউমুরিংস্থ হাফেজ আব্দুল হক শাহ(র:)আইডিয়াল স্কুল এন্ড কলেজে বই উৎসব ও নতুন বছরের শুভেচ্ছা উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠান…. সুন্দরবন আইডিয়াল স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী সভা…. পটিয়ায় ইন্দ্রপোলে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫ জন আহত… উদয়ন আইডিয়াল স্কুলের বার্ষিক ফলাফল প্রকাশ অনুষ্ঠান… বিএনপি-৩৯ নং ওয়ার্ডের এ’ ইউনিট নিউমুরিং এলাকায় সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত… বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ৩৯নং ওয়ার্ড কমিটির অভিষেক ও শপথ গ্রহণ সম্পন্ন…. চট্টগ্রাম মডেল স্কুল বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণীসভা অনুষ্ঠিত….

হবু স্বামীর উদ্দেশ্যে চিরকুট” তুমি নাও ফার্নিচার,আমি চল্লাম,পটিয়া হাইদগাঁওয়ে রীমার আত্মহত্যা

পটিয়া প্রতিনিধি,চট্টগ্রামঃ আপডেটঃ শুক্রবার, ২৮ জুন, ২০২৪, ৪:০০ অপরাহ্ণ 137 বার পড়া হয়েছে

২৮ জুন চট্টগ্রামের পটিয়া উপজেলায় হাইদগাঁও এলাকার হীরা তালুকদার বাড়ির বাঁচা মিয়ার মেয়ে রীমা আক্তার (২০)শুক্রবার ব্যাংকার মিজানুর রহমান নামে এক যুবকের সাথে বিয়ে হবার কথা এই রীমা আক্তারের।
আর বিয়ের ঠিক একদিন আগেই হবু বরের উদ্দেশ্যে করে চিরকুট লিখে আত্মহত্যা করেছেন বলে পটিয়া থানা সূত্রে জানা গেছে।রীমা চিরকুটে লিখেছেন,প্রিয় শখের পুরুষ,তুমি করো তোমার বিয়ে।আমার পরিবার থেকে যে যৌতুকের টাকা তোমাদের দিয়েছে, সেগুলো শোধ করে দিও।তুমি আমাকে বাঁচতে দিলে না।‌আর তোমার জন্য আমার সুন্দর জীবন উপভোগ করতে পারলাম না।তুমি নাও ফার্নিচার ও যৌতুকের টাকা,আমি চল্লাম..!

গতকাল বৃহস্পতিবার(২৭ জুন)দুপুরে হবু স্বামীর উদ্দেশ্যে এভাবেই চিরকুট লিখে আত্মহত্যা করেছেন চপটিয়া উপজেলায় হাইদগাঁও ৮নং ওয়ার্ডস্থ এলাকার হীরা তালুকদার বাড়ির বাঁচা মিয়ার মেয়ে রীমা আক্তার(২০)নিহত রীমা পটিয়া সরকারি কলেজের অর্নাস ৩বর্ষের ছাত্রী ছিলেন।

ঐচিরকুটে রীমা আরও লিখেছেন, আমার পরিবারকে বলছি,মোরশেদ নামক বদমাইশ কে তোমরা ছাড়বে না,ওকে তার প্রাপ্ত শাস্তি দিতে প্রশাসন কে বলবে।জানা গেছে,লীমার হবু বর মিজানুর রহমান নারায়ণগঞ্জে আল-আরাফাহ ইসলামী ব্যাংকে কর্মরত আছেন।তার সঙ্গে রীমার দীর্ঘ দিনের প্রেমের সম্পর্ক ছিল।সম্প্রতি পারিবারিকভাবে তাদের বিয়ে ঠিক হয়। বৃহস্পতিবার তাদের মেহেদী অনুষ্ঠান এবংআজ তাদের বিয়ে হওয়ার কথা ছিল।

এ বিষয়ে রীমার ভাই আজগর হোসেন বলেন,‘আমার বোন পটিয়া সরকারি কলেজে অনার্সের ছাত্রী ছিল।ছেলের পক্ষের আগ্রহে আমরা বিয়েতে রাজি হয়েছি।উভয়ের প্রেমের সম্পর্ক থাকা সত্ত্বেও যৌতুক দাবি করায় আমার বোন অপমানিত হয়ে রাগে আত্মহত্যা করে।’
তিনি আরও বলেন,ছেলে যে এতটা যৌতুক লোভী হবে আমরা জানতাম না।প্রাণ দিয়ে আমার বোন তার মুখোশ উম্মোচন করে দিয়েছে।আমরা এতদিন বুঝতে পারেনি।রীমার চাচা মোঃনাছির বলেন,দুদিন আগে হবু বর মিজানুর রহমানের পরিবারকে ২লাখ টাকা দিয়েছি বিয়ের খরচ বা বরযাত্রীর খাবারের পরিবর্তে বলে নিয়েছে তাদের পরিবার।আমার ভাতিজি আত্মহত্যার আগে চিরকুটে উল্লেখ করেছেন তাকে আজকেও নাকি ভিডিও কল দিয়ে যৌতুকের টাকা দাবি করেছে।পটিয়া থানার পরিদর্শক(তদন্ত)আবদুর রহিম সরকার বলেন,এ বিষয়ে ভুক্তভোগীর পরিবারের কেউ অভিযোগ করেন নি।
অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।তিনি আরো বলেন, যৌতুকের জন্য ছাপ ও জোরপূর্বক দাবি করে উপহার ও অন্যান্য জিনিস পত্র নেওয়ার বিষয়ে প্রমাণ পেলে অভিযুক্ত হবু বর মিজানুর রহমানের পরিবার সদস্যদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

Admin

আপলোডকারীর সব সংবাদ