৫ জুলাই(চট্টগ্রাম)নগরীর সিইপিজেডস্থ (২নং মাইলের মাথা)থেকে গত ০২ রা জুলাই আনুমানিক সময় দুপুরের দিকে সিয়াম আকন নামে ১৩ বছরের এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়েছেন বলে ইপিজেড থানার জিডি নং-১৮৫/২০২৪ সূত্রে জানা গেছে।
নিখোঁজ হওয়ার পর থেকেই সম্ভাব্য সব স্থানে ও আত্মীয় স্বজনদের কাছে তার কোন হদিস না পেয়ে পিতা মোঃমামুন খান,মাতা-খদিজা বেগম নিকটস্থ ইপিজেড থানা পুলিশের কাছে গত ৩রা জুলাই সন্ধ্যায় ১৮৫ নম্বর ২০২৪ ইং মূলে একটি লিখিত সাধারণ ডায়রি বা জিডি লিপিবদ্ধ করেছেন।
জিডি সূত্রে আরো জানা গেছে,ছেলে টি মানসিক ভাবে অসুস্থ্য এবং অনেক ক্ষেত্রে ভুলে যাই নিজের পরিচয় ও নাম ঠিকানা।ছবির ছেলেটি কে কোন সহৃদয়বান ব্যক্তি খোঁজ পেয়ে থাকলে সিএমপির ইপিজেড থানার কর্তব্যরত পুলিশ অফিসার(এস আই মোঃকামাল হোসেন(০১৭২৪-৫১৮৫৪৩)এর সাথে যোগাযোগ করতে বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন পরিবারের সদস্যরা।
জরুুরী নিয়োগ,বিজ্ঞপ্তিঃ
দৈনিক জয় বার্তা দেশের ৬৪ জেলার জরুুরী নিয়োগ,বিজ্ঞপ্তিঃ বাংলাদেশের সকল উপজেলা,জেলা এবং বিভাগ পর্যায়ে সাংবাদিক নিয়োগ চলছে।দৈনিক জয় বার্তা” নিউজ পোর্টাল নারী ও পুরুষ এবং ব্যুরো প্রাধান,ক্রাইম রিপোর্টার,চীপ রিপোর্টার,স্টাফ রিপোর্টার,রিপোর্টার ও সংবাদদাতা নিয়োগ চলছে।হেড়,অফিসঃখৃষ্টানপাড়া,দক্ষীন বেগুনবাড়ী,তেজগাঁও,ঢাকা -1215,মোবাইলঃ01745184991
Email-dainikjoybarta@gmail.com
গোপালগঞ্জ.অফিসঃপীড়ারবাড়ী,
কোটালীপাড়া,গোপালগঞ্জ,মোবাইল
:01818144206,