
চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলার বার আউলিয়া হাইওয়ে থানার অন্তর্গত ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারী ইউনিয়নের ভানু বাজার সোনালী ব্যাংক পিএলসি শাখার সামনে চট্টগ্রাম লেনে রাস্তার পাশে পড়ে থাকা পিক-আপ,যাহার রেজিঃনম্বর ঢাকা মেট্রো – ন- ১৩-গালিটি ০৯/০৭/২০১৪ খ্রিঃ তারিখ রাত থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।এমন সংবাদ ভিত্তিতে ১০ বুধবার মোবাইল ডিউটি চলাকালীন বিকাল অনুমান ৫.৩০ ঘটিকার সময় মোবাইল ফোনে জানতে পারে বার আউলিয়া হাইওয়ে থানা এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি পিক-আপ পড়ে আছে।
পরবর্তীতে মোবাইল ফোনের তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিত হইয়া আশপাশ লোকজনদের জিঙ্গাসাবাদ করিয়া উক্ত গাড়ির কোন লোকজন না পাওয়ায় এসআই(নিঃ)মুহাম্মদ শাহ আলম বর্ণিত স্থানে যাইয়া উল্লেখিত গাড়িটি পরিত্যক্ত অবস্থায় পাইয়া জব্দ তালিকা মূলে জব্দ করিয়া সরকারী রেকার দ্বারা খানা হেফাজতে নেই।
পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা গাড়ির বিষয়ে বার আউলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খোকন চন্দ্র ঘোষ, খোজ খবর নিয়ে জানতে পারে ০৯ / ০৭ / ২০২৪ খ্রিঃতারিখ কোর্ট বাড়ি কুমিল্লা বিশ্বরোড হইতে দুপুর আনুমানিক ১৪.০০ ঘটিকার সময় গাড়িটি নিয়ে যায়।উক্ত বিষয়ে কুমিল্লা সদর দক্ষিন থানায় গাড়ির মালিক একটি লিখিত অভিযোগ দায়ের করেন।বর্তমানে গাড়িটি বার আউলিয়া হাইওয়ে থানা হেফাজতে রয়েছে।বার আউলিয়া হাইওয়ে থানার জিডি নং- ২২৯/২৪ খ্রিঃতারিখ-১০/০৭/২০২৪ খ্রিঃ মূলে উক্ত বিষয়ে লিপিবদ্ধ করা হয়।