২৯ জুলাই চট্টগ্রামে মহানগরীর ৩৯ নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী হালিশহর একাদশ ক্লাব পরিচালিত”দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি
আসন্ন মহানগরী ক্রীড়া সংস্থার নাছির উদ্দিন স্মৃতি কিশোর ফুটবল লিগ ২০২৪’এ সফল ভাবে অংশগ্রহণ করতে জোর প্রস্তুতি নিচ্ছেন,সেই লক্ষ্যে একাডেমির নিজস্ব টিম কে একাধিক গ্রুপ ভাগ করে ট্রায়াল ম্যাচ,আন্ত ফুটবল টুর্নামেন্ট ও প্র্যাকটিস সেশন চলমান রয়েছে সাবেক ফুটবলার ও উপদেষ্টা কোচ মোঃআলাউদ্দিন, সহকারী কোচ মোঃমামুন এর তত্ত্বাবধানে।
একাডেমির পরিচালক ও টিম ম্যানেজার সাংবাদিক মোঃবাবুল হোসেন বাবলা জানিয়েছেন দীর্ঘ বছর পর সকলের সহযোগিতা ও প্রেরণায় অত্র সংগঠন খুব শীঘ্রই বাফুফের নিবন্ধন পেতে যাচ্ছে।
ইতিমধ্যেই একাডেমির নিয়মিত অনুশীলন ও প্র্যাকটিস সেশন এবং অন্যান্য কার্যক্রম সরজমিনে পরিদর্শন করেছেন বাফুফের টেকনিক্যাল কর্মকর্তা মাহবুবুল আলম পলো সহ অন্যান্য নেতৃবৃন্দ।এই বিষয়ে জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল খেলোয়াড় এসোসিয়েশনের চূড়ান্ত মতামত পেয়েছে দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি।উপ কমিটির সভাপতি মোঃনূরুল আমিন সোহেল জানান,এলাকার তরুণ প্রজন্মের কিশোর ফুটবলারদের খুঁজে বের করে মাঠে নামাতে পারলে ভবিষ্যতে ফুটবলার তৈরি করা সম্ভব।
তিনি আরো বলেন,অত্র সংগঠনের নেতৃবৃন্দরা সকলের সহযোগিতা নিয়ে আগামীতে চট্টগ্রাম মহানগরীর এলাকায় ভালো মানের ফুটবল একাডেমি হিসেবে আত্মপ্রকাশ করতে নিরালস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।প্রতিদিন দুই সেশন করে মাঠ সমন্বয়কারী মোঃআমির খন্দকার ও মোঃফারুক হোসেন এর দিক নির্দেশনায় টিম দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি তাদের অনুশীলন সিডিএ বালুর মাঠে অব্যাহত রয়েছে বলে জানান।