উত্তর পতেঙ্গা ৪০ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মোঃআব্দুল বারেক কোং এর পক্ষ থেকে বৃক্ষের চারা বিতরণ করেন ওয়ার্ড সচিব মোঃনেজাম উদ্দিন ।
ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটসের জেলা সচিব মোঃকবির হোসেন আজ বৃহস্পতিবার(০১লা আগষ্ট)দুপুরে নগরীর কাটগড় অফিস থেকে দায়িত্ব প্রাপ্ত কাউন্সিলর প্রতিনিধি হাজী মোঃআব্দুল আলীম,দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির পরিচালক ও টিম ম্যানেজার সাংবাদিক মোঃবাবুল হোসেন বাবলা,
সমাজসেবক মোঃসাইফুদ্দিন,ওয়ার্ড পরিচ্ছন্ন সুপার ভাইজার মোঃফখরুল ইসলাম,হিউম্যান রাইটসের জেলা সদস্য ও ফুটবল উপ-কমিটির পরিচালক মোঃখলিলুর রহমান হাওলাদার এসময় উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে শতাধিক বৃক্ষের চারা বিতরণ ও রোপণ কর্মসূচি,পরিচর্যা বিষয়ক কর্মসূচি ঘোষণা করা হয়েছে।