চেক জালিয়াতি হোতা সরকারী জায়গা জবর দখলকারী ভূমি দস্যু হান্নান মোল্লা কর্তৃক উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার উপজেলা প্রতিনিধি এফ এম মাহাবুব সুলতানকে হুমকী দিয়ে তার বিরুদ্ধে মানহানিকর চাঁদাবাজীর কথা উল্লেখ পূর্বক সংবাদ সম্মেলন ও মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে গোপালগঞ্জের কোটালীপাড়ায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে ক্যাফে ৭১ হল রুমে এ সংবাদ সম্মেলন আয়োজন করে কোটালীপাড়া উপজেলা প্রেস ক্লাব।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন-ভুক্তভোগী সাংবাদিক মাহাবুব সুলতান।তিনি বলেন-বান্ধাবাড়ী নিবাসী পোল্ট্রি ফিড ব্যবসায়ী মোল্লা এন্টারপ্রাইজের সত্তাধীকারী হান্নান মোল্লার বিভিন্ন অনিয়ম দুর্নিতী দখলদারিত্ব চেক জালিয়াতী সহ বড় বড় অভিযোগ নিয়ে ভুক্তভোগী জনগন আমার কাছে অভিযোগ জানান,
এরই পরিপ্রেক্ষিতে আমি একজন সাংবাদিক হিসেবে তার কিছু অনিয়মের চিত্র তুলে ধরে স্যোসাল মিডিয়ায় পোস্ট করি,হান্নান মোল্লা আমার সাথে ফোনে কথা বলে বিভিন্ন প্রকার হুমকী ধামকী দিয়ে ফেইসবুকে দেওয়া পোষ্ট সরিয়ে নিতে বলে,না সরালে আমার বিরুদ্ধে চাঁদা চেয়েছি বলে মামলা দেওয়ার হুমকী দেয়,তদুপরি ফেইসবুক পোষ্ট না সরানোর কারনে সে আমার বিরুদ্ধে ১০ লক্ষ টাকা চাঁদা চেয়েছি বলে মিথ্যা সংবাদ সম্মেলন করে,হান্নান মোল্লা মিথ্যা সংবাদ সম্মেলন করে আমার মান সম্মান হানি করেছে।
তিনি আরো বলেন-হান্নান মোল্লা ২০২২ সালে বান্ধাবাড়ী জে বি পি উচ্চ বিদ্যালয় সভাপতি নির্বাচিত হওয়ার পরে অত্র বিদ্যালয়ের প্রভিডেন্ট ফান্ড থেকে ১ লক্ষ ৫০ হাজার টাকা এবং স্কুল মাঠ ভাড়া দিয়ে আরো ৫০ হাজার টাকা আত্মসাত করে।এ বিষয়ে মামলা হলে দোষী প্রমানিত হইয়া তিনি ২১ দিন জেল হাজতে ছিলেন,একই স্কুলের প্রধান শিক্ষকের নামে একাদীক মিথ্যা মামলা দিয়ে হয়রানী ও করে সে।
এ ছাড়াও বান্ধাবাড়ী গ্রামের মৃত:আলম বিশ্বাস এর ছেলে এস্কেন বিশ্বাসের ১৫ কাঠা জমি জাল দলিলের মাধ্যমে জবর দখল করে হান্নান মোল্লা।অন্য দিকে ক্ষমতার প্রভাব খাটিয়ে কোটালীপাড়া উপজেলা সদরে সরকারী জায়গা দখল করে তিনি নির্মান করেছেন বহুতল ভবন।
উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে মাহাবুব সুলতান বলেন-আপনাদের মাধ্যমে সরকারের কাছে বিষয়টি তুলে ধরে ন্যায় বিচারের দাবি জানাই।এ সময় অন্যদের মধ্যে-গোপালগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সৈয়দ মুরাদুল ইসলাম,কোটালীপাড়া রিপোটার্স ক্লাবের সভাপতি মোল্যা মহিউদ্দিন,জেলা রিপোটার্স ক্লাবের সভাপতি আরিফুল ইসলাম,দৈনিক বর্তমান গোপালগঞ্জ পত্রিকার সম্পাদক শেখ মোস্তফা জামান,সাংবাদিক-কাজী পলাশ,শাহ আলম মিয়া,
এমরান হোসেন,হাসিবুর রহমান,এস এম মিরাজুল ইসলাম,আজিজুর রহমান,কে এম সাইফুর রহমান,রনি আহমেদ,সুজীৎ মৃধা,সাজ্জাদ হোসেন সহ বিভিন্ন গনমাধ্যমের সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।