গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ডগলাস মেমোরিয়াল উচ্চবিদ্যালয়,পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ)উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার সকাল ১১টার সময়ে কোটালিপাড়া উপজেলার ডগলাস মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে,মোহাম্মদ (সাঃ)এর জন্ম দিন উপলক্ষে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্টানে ডগলাস মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষাক, সহকারী শিক্ষক,ছাএ,ছাএী বৃন্ধ এ আলচনা সভায় হযরত মোহাম্মদ(সাঃ) এর জীবনাদর্শের ইতিহাস তুলে ধরে বক্তব্য প্রদান করেন।উক্ত স্কুলের প্রধান শিক্ষাক সেলিম মোল্লা,পাটোয়ারী কিবরিয়া,মুন্না খাঁন,আজিজুল হক গাজী,রিপন মোল্লা সহ স্কুল কমিটির সদস্য কবির মোল্লা,শুয়াগ্রাম স্কুলের ধর্ম বিষয়ক শিক্ষক হুজুর মোঃহোসাইন মোল্লা প্রমূখ উপস্থিত ছিলেন।
এ সময়ে নাত এ রাসুল পাঠ করেন ডগলাস মেমোরিয়াল স্কুলের দশম শ্রেনীর ছাএী টুম্পা,রনী আহমেদ।সভায় বক্তারা হযরত মোহাম্মদ(সাঃ)দেখানো পথনির্দেশনা অনুসরণ করে পার্থিব জীবন পরিচলনা করার অনুরোধ করেন।এ সময় আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিভিন্ন এলাকা থেকে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ধরনের মানুষের যোগদান করে।ইসলামের সুন্দরতম আদর্শ প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে দেয়ার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্থানীয় গুনিজন ।২৫/০৯/২৪ ইং