১৫ নভেম্বর(চট্টগ্রাম)নগরীর দক্ষিণ হালিশহর ৩৯ নং ওয়ার্ডে প্রাক্তন ও বর্তমান ফুটবলারদের উদ্যোগে গার্মেন্টস শিল্প শ্রমিকদের পেশাজীবী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় তীব্র প্রতিদ্বন্দ্বিতার ম্যাচে ১-০ গোলে নিউ স্টার ক্লাব কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে নেত্রকোনা বাসির নিউ সূর্য্য তরুণ সংঘ।
খেলার শুরুতে ১০ মিনিটের সময় টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া হেলাল ১ মাত্র গোলটি করেন।১৫ নভেম্বর,শুক্রবার বিকেলে সিডিএ বালুর মাঠে ৩৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ইপিজেড থানা বিএনপি সভাপতি সরফরাজ কাদের রাসেল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন।
এসময় তিনি উভয় টিমের খেলোয়াড়দের সাথে পরিচয় বিনিময় করেন এবং ফুটবলে শুট করে সূচনা করেন।বিশিষ্ট ক্রীড়া ধারাভাষ্যকার ও সংগঠক শরীফ মাহাবুবুল হকের পরিচালনায় উদ্ধোধনী সভায় আরো বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি নেতা ও ক্রীড়া সংগঠক মোঃ মিজানুর রহমান পারুল,মোঃ রাশেদুজ্জামান রাসেল,সাবেক ফুটবলার আনিসুর রহমান আনিস, মোঃআলী নূর,যুবদলের মোঃসাইফুর রহমান রনি, সাদ্দাম হোসেন সাবা, ক্রীড়া সংগঠক ও খেলোয়াড় মোঃ আব্দুর রহিম,মোঃসাদ্দাম হোসেন ।
ফিফা রেফারি নয়ন বড়ুয়া জয় ও মোঃ ওয়াহিদুল আলম,আমির খন্দকারের সমন্বয়ে পরিচালিত ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার ও দঃহাঃফুটবল একাডেমির উপদেষ্টা কোচ মোঃ আলাউদ্দিন,পরিচালক ও মানবাধিকার সংগঠক মোঃখলিলুর রহমান হাওলাদার,সাবেক ফুটবলার মোঃ জাহাঙ্গীর আলম,স্থানীয় ক্রীড়া সংগঠক ও সাংবাদিক মুঃবাবুল হোসেন বাবলা, আয়োজক কমিটির প্রধান সমন্বয়ক মোহাম্মদ মামুন,মোঃওমর ফারুক,মোঃ জাহিদ হোসেন রুবেল সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন জয়ী দলের হেলাল উদ্দিন, সেরা কিপার জাকারিয়া হোসেন এবং সেরা সু-শৃংখল দলের পুরস্কার লাভ করে নিউ আনন্দ ক্লাব,টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ট্রফি সহ নগদ ১৫ হাজার টাকা ও রানার্স আপ টিম ট্রফি সহ নগদ ১০হাজার টাকা এবং ফাইনালে অংশ গ্রহণ করা সকল ফুটবলারদের ব্যাক্তিগত পদক বিতরণ করা হয়েছে।