০৯ ডিসেম্বর চট্টগ্রামে শিরোনাম সাহিত্য আড্ডা আয়োজিত নারী জাগরনের অগ্রদুত মহীয়সী নারী বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম মৃত্যু দিবস উপলক্ষে সাহিত্য আড্ডা ও স্মরণ সভায় বক্তারা উপরোক্ত কথা বলেন।
বক্তারা আরো বলেন,তিনি সামাজিক আন্দোলনের মাধ্যমে নারীদের আত্মপ্রত্যয় একাগ্রচিত্তে শিক্ষিত হয়ে স্বাবলম্বী হওয়ার জন্য কাজ করে গেছেন।একশত চুয়াল্লিশ বছর পরও বেগম রোকেয়া এখনো এদেশের নারী সমাজের কাছে উজ্জ্বল নক্ষত্র।বক্তারা আরো বলেনে,বেগম রোকেয়ার অনুপম আর্দশ বাস্তবায়নের জন্য এদেশের শোষিত ও মেহনতি নারীদের এগিয়ে আসার আহ্বান জানান।
শিরোনাম সাহিত্য আড্ডার সভাপতি কবি আশীষ সেন’র সভাপতিত্বে সাধারণ সম্পাদক সৈয়দ দিদার আশরাফীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক এম,আনিসুল ইসলাম চৌধুরী।
প্রধান বক্তা ছিলেন দেশবরণ্য ভাস্কর ডি.কে দাশ মামুন।অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ডাঃসুকুমার সেন,কবি সঞ্চয় কুমার দাশ,শিল্পী অচিন্ত্য কুমার দাশ টুনু,কবি সজল,কবি সোমা, সাংবাদিক রোজী চৌধুরী,মোঃতিতাস, মিনহাজ উদ্দিন প্রমুখ।