
১৬ মার্চ(চট্টগ্রাম)নগরীর দক্ষিণ হালিশহর বন্দরটিলায় ঐতিহ্যবাহী শাহ প্লাজা মার্কেটস্থ শাহ প্লাজা জামে মসজিদে ১৫ মার্চ,দিবাগত ১৫ রমজান রাতে পবিত্র খতমে তারাবীহ নামায সম্পন্ন করায় মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে কোরআন হাফেজ আদায়কারীদের কে ফুলেল শ্রদ্ধা ও সংবর্ধনা প্রদান করা হয়েছে।
অত্যন্ত সুন্দর ও সুলীল কন্ঠে তিন ক্ষুদে কোরআন এ হাফেজ মুহাম্মদ সাদ্দাম হোসেন,হাফেজ মুহাম্মদ ইমাম হোসেন ও হাফেজ মুহাম্মদ ওমর বিন খালেদ শেষ পর্যন্ত নির্ভুলভাবে খতমে তারাবীহ নামায আদায় করে।তাদের কে হাদিয়া,উপহার সামগ্রী সহ এক অনন্য সম্মান জানানো হয়।
এসময় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা কমিটির মোতোয়াল্লীদের পক্ষে মোহাম্মদ শাহরিয়ার রুবেল,মোঃশাহনেওয়াজ,শাহ্ প্লাজা দোকান মালিক সমিতির সাবেক সভাপতি,বিশিষ্ট সমাজ সেবক ও সংস্কৃতি সংগঠক মোঃশাহজাহান সাজু,বর্তমান সাধারণ সম্পাদক মোঃফারুক হোসেন মিঠুন,অর্থ সম্পাদক মোঃহাসান ইমাম মনি,মোঃসোলায়মান সওদাগর, মসজিদের ইমাম মাওলানা মোঃবেলাল উদ্দিন সাহেব,
খতিব মাওলানা মোঃসেলিম উদ্দিন কুতুবি,মোয়াজ্জেম মোঃফোরকান,মোঃজামাল হোসেন সওদাগর সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ,ব্যবসায়ী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী গণ, কর্মচারীদের প্রতিনিধি এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।খতমে তারাবীহ নামায আদায় শেষে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা মোঃসেলিম উদ্দিন কুতুবি সাহেব। পরিশেষে বিশেষ তবারুক বিতরণ করা হয়।