ভারতে ২০২৪-এর লোকসভা নির্বাচনে জিতে আসা ওয়েনাড় আসনটি ছেড়ে দিচ্ছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ওই আসন থেকে এবার প্রতিদ্বন্দ্বিতা করবেন তার বোন তথা কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভাদরা।
যার অর্থ হলো শেষমেশ ভোটের নির্বাচনে নেমে পড়লেন তিনি। মা সোনিয়া বা ভাই রাহুলের হয়ে নির্বাচনি প্রচারে কাজে বহু বছর ধরে যুক্ত থাকলেও বছর পাঁচেক আগে সক্রিয় রাজনীতিতে আসেন প্রিয়াঙ্কা গান্ধী ভাদরা।
২০১৯ সালের জানুয়ারিতে কংগ্রেস তাকে সাধারণ সম্পাদকের পদ দিয়ে পূর্ব উত্তরপ্রদেশে দলের কাজকর্ম দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়। সেই তার সক্রিয় রাজনীতির শুরু। তবে কখনও ভোটে লড়েননি তিনি।
চলতি বছরের লোকসভা ভোটে রাহুল গান্ধী কেরালার ওয়েনাড় এবং উত্তরপ্রদেশের রায়বেরিলি মিলিয়ে দু’টি আসন থেকেই নির্বাচনে লড়েছিলেন, জিতেওছিলেন।
নিয়ম মাফিক এর মধ্যে যে কোনও একটি আসন তাকে ছাড়তে হবে। কোন আসনটি তিনি নিজের কাছে রাখবেন এবং কোনটি থেকে সরে দাঁড়াবেন, সে নিয়ে বিস্তর জল্পনাও হয়েছিল।
শেষমেশ রায়বরেলির আসনটি নিজের কাছে রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।