সব
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানার সামনেই হত্যার উদ্দেশ্যে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আশিকুর রহমানকে একদল সন্ত্রাসী
কুপিয়ে জখম করেছে।এ সময় সাথে থাকা আরও এক সাংবাদিক আহত হন।গত শনিবার(২৫ জানুয়ারী)রাতে এঘটনা ঘটে।এ ঘটনায় সোমবার(২৭ জানুয়ারী)এই সাংবাদিকের স্ত্রী বাদী হয়ে টঙ্গীর বড়দেওড়া শিংবাড়ী এলাকার আবুল বাশার(জ্বীন হুজুর)এর ছেলে ইমরান মাজহারি ও তার ভাই ফোরকান মাজহারিসহ অজ্ঞাত নামা আরও ৩/৪ জনকে আসামী করে টঙ্গী পশ্চিম থানায় একটি এজাহার দায়ের করেন।
এজাহার সুত্রে জানা যায়,উত্তর আউচপাড়া খাঁ পাড়া রোডে টঙ্গী পশ্চিম থানার পূর্ব পাশে আতিকের চায়ের দোকানের সামনে সাংবাদিক আশিকুর রহমানের পরিবারকে নিয়ে অশালীন ভাষায় মন্তব্য করায় তাদের মাঝে কথা কাটাকাটি হয়।পরে ইমরান মাজহারি তার সন্ত্রাসী বাহিনী নিয়ে দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে এই সাংবাদিকের উপর অতর্কিত হামলা চালায়। ইমরানের হাতে থাকা লোহার ধারালো ছুড়ি দ্বারা হত্যার উদ্দেশ্যে সাংবাদিকের মাথায় ও গলায় এবং পিঠে আঘাত করে গুরুতর কাটা রক্তাক্ত জখম করে।
ফোরকান সহ তাদের সঙ্গীয় অজ্ঞাত নামা সন্ত্রাসীরা প্রকাশ্যে এলোপাতাড়ি কিল ঘুষি লাথি মারতে থাকে। এসময় আশপাশের লোকজন এগিয়ে আসলে এই সাংবাদিককে হত্যা ও গুম করার হুমকি দিয়ে চলে যায়।
সাংবাদিক আশিকুর রহমানের স্ত্রী জানান,গত ০২ দিন পূর্বে এই সন্ত্রাসীরা উনার স্বামীকে ফোন করে বিভিন্ন মন্তব্য,উশকানি মূলক কথা বার্তা ও গালিগালাজ করে। আমার স্বামী প্রতিবাদ করিলে উনার স্বামীকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণ নাশের হুমকি প্রদান করে।সন্ত্রাসীদের আঘাতে আহত অবস্থায় ঘটনাস্থলে থাকা আশপাশের লোকজনের সহায়তায় উনার স্বামীকে উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
এসময় চিকিৎসকরা সু-চিকিৎসার জন্য ভর্তি করেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এঘটনায় উনার এজাহারের প্রেক্ষিতে সোমবার(২৭ জানুয়ারী)টঙ্গী পশ্চিম থানায় ৩০ নং মামলাটি রুজু হয়েছে।তিনি হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিসহ ন্যায় বিচার দাবি জানান।
এ বিষয়ে জিএমপি’র টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃইস্কান্দার হাবিব জানান,সাংবাদিকের উপর হামলার ঘটনায় মামলা হয়েছে।আসামীদের গ্রেফতারে চেষ্টা চলছে।
মন্তব্য