রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র, ১৪৩১
শিরোনাম:
দুই পক্ষের রোষানলে মুখ থুবড়ে পড়েছে সেবামূলক প্রতিষ্ঠান সিএইচসিপি… চট্টগ্রামে আউটসোর্সিং কর্মচারীদের মানববন্ধন-অবস্থান কর্মসূচি:যোগ্যতার ভিত্তিতে আউটসোর্সিং কর্মচারীদের রাজস্ব বিভাগের আওতায় আনা হোক দীর্ঘ ১৭বছর পর ইপিজেডে জামায়েত ইসলামির কর্মী সমাবেশ অনুষ্ঠিত… দক্ষিণ হালিশহরের আকমল আলী রোডে ওয়াসার ভ্রাম্যমাণ আদালতের অভিযান:দীর্ঘদিন যাবত দিন পানি সংকটের অভিযোগ ভালোবাসার উপহার নিয়ে ছুটেচলা… চট্টগ্রামের বৈষম্যের শিকার সাংবাদিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত… চিটাগাং চেম্বার সভাপতি ওমর হাজ্জাজের পদত্যাগ সাধারণ ব্যবসায়ীরা পরিবারতন্ত্র মুক্ত চেম্বার চাই… হজরত আলীর কর্মকান্ডের প্রতি দৃষ্টি আকর্ষণ…. সার্ফ অনুর্ধ্ব-২০ফুটবল জয়ী দলের সহকারী কোচ মিন্টুর সংবর্ধনা অনুষ্ঠিত… বাকলিয়ায় বিএনপির উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ… রাউজানের জাফর চেয়ারম্যান হত্যাকাণ্ড‘ফজলে করিমের নির্দেশে অপহরণ করেন জিয়াউল আহসান প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন… কোটালীপাড়ায় সাংবাদিককে মেরে ফেলার হুমকি দিলেন আওয়ামী লীগ নেতা… দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি কে বল উপহার… পতেঙ্গা ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও হিউম্যান এইডের যৌথ উদ্যোগে বানভাসির জন্য ত্রাণ বিতরণ শুরু… বন্দরটিলায় জাল টাকার নোট সহ একজন আটক… ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন মিডিয়া অফিসে হামলার প্রতিবাদে কোটালীপাড়ায় মানববন্ধন… ইতিহাসের প্রথম ৬২ বছর পর চট্টগ্রাম প্রেসক্লাবে তালা লাগিয়েছেন বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য। চট্টগ্রামে বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য আন্দোলনের মুখে তাৎক্ষনিক বদলি চট্টগ্রাম ডিসি। প্রবল বর্ষণ:২দিন টানা বৃষ্টিতে চট্টগ্রামের বিভিন্ন স্থানে সড়কে পানির স্রোত এবং তীব্র জলাবদ্ধতা সৃষ্টি  কোটালী পাড়ায় বাংলাদেশ জাতীয়তা বাদী সেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত.. বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরনে ইপিজেডে বৃক্ষরোপণ  চট্টগ্রামে গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান স্মৃতি দাবায় খিজির চ্যাম্পিয়ন,সাকের উল্লাহ রানার্সআপ কোটালীপাড়ায় মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা প্রজন্মের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা…  ইপিজেড মোড়ে গার্মেন্টস শ্রমিক সংহতি ও গণসংহতি আন্দোলনের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত.. মুজিব-আওয়ামীদের নাম ব্যবহার করে ভূয়াদের আর কোন অনুষ্ঠান করতে দেয়া হবে না:কঠোর হুঁশিয়ারি ইপিজেড বিএনপির ১৫ আগষ্ট:উত্তর পতেঙ্গা কাঠগড় মোড়ে বিএনপির অবস্থান কর্মসূচি পালন… কোটালীপাড় ১৫ ই আগস্টকে ঘিরে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করা হয়েছে… ইপিজেড মোড়ে বিএনপির অবস্থান কর্মসূচি:আওয়ামী নাশকতাকারী ও ফ্যাসিবাদীদের প্রতিরোধের ডাক..

কক্সবাজার রুটে বিশেষ ট্রেন নয়:স্থায়ী ট্রেন চালুর দাবি

রিপোর্টার, চট্টগ্রামঃ আপডেটঃ বুধবার, ২৬ জুন, ২০২৪, ৫:০১ অপরাহ্ণ 428 বার পড়া হয়েছে

২৫ জুন প্রবিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকত ও পর্যটন নগরী কক্সবাজারের সাথে দেশের বানিজ্যিক রাজধানী খ্যাত চট্টগ্রামের যোগাযোগ সহজতর ও আরামদায়ক করতে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ ঈদের সময় চট্টগ্রাম-কক্সবাজার রুটে স্পেশাল ট্রেন চালু করে। যাত্রীদের চাহিদা ও রেলটি বেশ লাভজনক হবার কারনে কর্তৃপক্ষ ট্রেনটির চলাচলের মেয়াদ বাড়ায়।

কিন্তু দেশের জনগনের বৃহত্তর স্বার্থে ও রেলের লাভজনক একটি রুটকে কেন বিশেষ বিশেষ সময় বিশেষ ট্রেন পরিচালনা করতে হবে? দেশের অর্থনৈতিক প্রাণশক্তি অর্থনৈতিক হাব, শিল্প ও বন্দরনগরীর সাথে পর্যটন নগরী কক্সবাজারের সাথে চট্টগ্রাম-কক্সবাজার রুটে কেন স্থায়ী ট্রেন সার্ভিস হবে না? সেটি এখন নানা প্রশ্নের জন্ম দিচ্ছে বলে অভিযোগ করেছেন দেশের ক্রেতা-ভোক্তাদের জাতীয় প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ(ক্যাব)চট্টগ্রাম বিভাগ ও নগর কমিটির।চট্টগ্রাম-কক্সবাজার রুটের স্পেশাল ট্রেনকে পৃথক স্থায়ী ট্রেন চালুর দাবিতে এক বিবৃতিতে নেতৃবৃন্দ উপরোক্ত মন্তব্য করেন।গতকাল ২৪ জুন গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে স্বাক্ষর করেন ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন,ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সাধারন সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী,ক্যাব মহানগরের প্রেসিডেন্ট জেসমিন সুলতানা পারু,সাধারণ সম্পাদক অজয় মিত্র শংকু,ক্যাব চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রেসিডিন্ট আলহাজ্ব আবদুল মান্নান, ক্যাব যুব গ্রুপ বিভাগীয় সভাপতি চৌধুরী কে এন এম রিয়াদ,ক্যাব যুব গ্রুপ নগর সভাপতি আবু হানিফ নোমান প্রমুখ।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন,ঢাকা থেকে সমগ্র জেলার যাত্রীরা কক্সবাজার যাবার জন্য রেলকতৃপক্ষ পৃথক ট্রেন চালু করলেও চট্টগ্রামের যাত্রীদের স্বার্থ উপেক্ষা করে চট্টগ্রাম থেকে খুবই নগন্য সংখ্যক যাত্রী নেবার ব্যবস্থা করছেন।অন্যদিকে ঈদ উপলক্ষে কক্সবাজার স্পেশাল ট্রেন চালু করা হলেও তা সাময়িক।যা এতদাঞ্চলের সাধারন জনগনের সাথে তামাসার সামিল। চট্টগ্রাম-কক্সবাজার রুটে যদি আন্তঃ নগর ট্রেন কক্সবাজার স্পেশাল ও পর্যটন এক্সপ্রেস চলাচল করতে পারে, সেক্ষেত্রে এই রুটে পৃথক ট্রেন চালুতে বাঁধা কোথায়? তা জাতিকে জানানো দরকার।বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মাননীয় প্রধান মন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায়,বিশাল চ্যালেঞ্জ নিয়ে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইন সম্প্রসারণ হবার কারণে দেশের অন্যান্য স্থানের পাশাপাশি চট্টগ্রাম ও কক্সবাজারের মানুষও কৃতজ্ঞ।কিন্তু চট্টগ্রাম-কক্সবাজার রুটে পৃথক ট্রেন না থাকায় ও বিশেষ ট্রেন চলাচলও সাময়িক হবার কারণে এ অঞ্চলের জনগণের মাঝে হতাশ।যেখানে চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেনের সংখ্যা বাড়ানোর কথা,সেখানে ঘটছে এর বিপরীত।নেতৃবৃন্দ ক্ষোভপ্রকাশ করে বলেন,বর্তমান সরকার প্রায় সাড়ে ১৫ হাজার কোটি টাকা ব্যয়ে চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত নতুন রেলপথ সম্প্রসারণ করেন।গত বছরের ১১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত নির্মিত ১০০ কিলোমিটার দীর্ঘ নতুন রেললাইনের উদ্বোধন করেন।ওই বছরের ১ ডিসেম্বর একটি এবং চলতি বছরের ১০ জানুয়ারি থেকে আরেকটিসহ ঢাকা থেকে দুটি আন্তঃনগর ট্রেন চালু করেন।এই দুটি ট্রেনে চট্টগ্রাম স্টেশন থেকে যাতায়াতের জন্য মাত্র ১১৫টি করে আসন বরাদ্দ রাখা হয়েছে।ঢাকা থেকে দুটি রেল চলাচল করলেও এই অঞ্চলের লোকজন রেলে যাতায়াতের সুবিধা থেকে বঞ্চিত রয়েছে।ঢাকা থেকে কক্সবাজার রেলপথে দুটি আন্তঃনগর ট্রেনে চট্টগ্রামের যাত্রীদের মাত্র একটি এসি ও একটি নন এসি দুটি কোচ বরাদ্দ রাখা হলেও যাত্রীদের চাহিদার সংগে সঙ্গতি পুরণ হচ্ছে না।যা চট্টগ্রামবাসীর অধিকারকে পুরোপুরি অবজ্ঞার সামিল।তাই ঈদ উপলক্ষে চালু হওয়া চট্টগ্রাম-কক্সবাজার স্পেশাল ট্রেনটি এই রুটে স্থায়ী ট্রেনে পরিণত করা হলে এতদাঞ্চলের যাত্রীদের প্রতি সুবিচার করা হবে।নেতৃবৃন্দ হুশিয়ার করে দিয়ে বলেন, স্থায়ীভাবে চালু করতে কালক্ষেপন বা গড়িমসি করেন,তাহলে চট্টগ্রামের সর্বস্তরের জনগনকে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

Admin

আপলোডকারীর সব সংবাদ