সব
২২সেপ্টেম্বর চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ।গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৫ জনের বেশি রোগী।গতকাল শনিবার (২১ সেপ্টেম্বর)বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে আরো জানা যায়,গত২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৪৫ জনের মধ্যে নগরের সরকারি হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে ৪১ জন এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি আছে ৪ জন।
এ নিয়ে চলতি সেপ্টেম্বর মাসে প্রায় ৫২১ জন ডেঙ্গুজ্বর রোগে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন সিভিল সার্জন ও স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্র।
এদিকে বিগত কয়েক মাস ধরে নগরীর বিভিন্ন এলাকায় ও উপজেলা পর্যায়েও বিভিন্ন স্থানে মারাত্মক ভাবে এলার্জি জনিত রোগে আক্রান্ত হবার খবর পাওয়া গেছে।
মন্তব্য