সব
২৬সেপ্টেম্বর(চট্টগ্রাম)নগরীর উত্তর পতেঙ্গা ৪০ নং ওয়ার্ডে পাইওনিয়ার পাবলিক স্কুলের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী(সাঃ)উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভা স্টিল মিল বাজারস্থ মুন ভিউ কমিউনিটি সেন্টারে ২৬সেপ্টেম্বর,বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়েছে।
নবী করীম(সাঃ)আর্দশ জীবন ও চরিত্র তাঁর আর্দশিক কর্মময় নৈতিক শিক্ষা বিষয়ক মিলাদ মাহফিল,কিয়াম,হাম- নাতে রাসুল,ক্বিরাত-গজল এবং জশনে ঈদে মিলাদুন্নবীর আলোচনা সভা নব নির্বাচিত সভাপতি,বিশিষ্ট সংগঠক মোঃ ফরিদুল আলম ফরিদের সভাপতিত্বে ও এন্তেজামিয়া কমিটির সংগঠক মোঃ সাকিবের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
মিলাদ মাহফিল প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন বন্দর জামে মসজিদের খতিব সৈয়দ মাওঃমোঃরেয়াজুল করিম আল-কাদেরী,প্রধান বক্তার বক্তব্য রাখেন অত্র স্কুলের হেড ধর্মীয় শিক্ষক মাওলানা মুহাম্মদ রিয়াদুল ইসলাম রিয়াদ,সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পতেঙ্গা আইডিয়াল ট্রাষ্টের চেয়ারম্যান ও পতেঙ্গা আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক এস এম দিদারুল আলম,
হোসেন আহমদ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃনূর হোসেন,স্কুল পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও পরিচালক মোঃশাহানুর,প্রধান শিক্ষক মোঃআলী আকবর মনজু,স্থানীয় ক্রীড়া সংগঠক ও সাংবাদিক মুঃবাবুল হোসেন বাবলা,স্কুলের পরিচালক মোঃসুমন, মোঃবাদশা,দেব ভট্টাচার্য সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং স্কুলের শিক্ষক,শিক্ষীকা,অভিভাবক সদস্য, সকল শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন,নবী করীম(সাঃ)আর্দশ জীবন যাপন সম্পর্কে ভবিষ্যত প্রজন্মের কাছে তুলে ধরে যুব তারুণ কে ইসলামের নৈতিক শিক্ষা অর্জনে ধাবিত করতে বিশেষ আহ্বান জানান।পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা এবং তবারুক বিতরণ করা হয়।
মন্তব্য