সব
২২ অক্টোবর উত্তরা ব্যাংকের ৩০ কোটি খেলাপি ঋণের মামলায় আওয়ামী লীগের সাবেক মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি ও তার স্ত্রীর সানোয়ারা বেগমের সম্পত্তি হস্তান্তরে নিষেধাজ্ঞা দিয়েছেন চট্টগ্রামের অর্থঋণ আদালত।
গতকাল সোমবার(২১ অক্টোবর)চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন।আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালতের নথিপত্রে দেখা গেছে, উত্তরা ব্যাংক আগ্রাবাদ শাখা ৩০ কোটি ৫৩ লাখ ৫০ হাজার ৪৪৯ টাকা ৩৯ পয়সা আদায়ের দাবিতে ২০২৩ সালের ২৬ নভেম্বর সানোয়ারা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান সানোয়ারা ডেইরি ফুডসের কর্ণধারদের বিরুদ্ধে মামলাটি (অর্থঋণ মামলা নং-৬৫২/২০২৩) দায়ের করে।নুরুল ইসলাম বিএসসিসহ সংশ্লিষ্টরা ঋণ গ্রহণকালে জামানত হিসেবে ঋণের বিপরীতে কোনো স্থাবর সম্পত্তি বন্ধক রাখেননি।ঋণের বিপরীতে কোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তি বন্ধক না থাকায় ব্যাংক কর্তৃপক্ষ অনুসন্ধান করে ঢাকার চামেলীবাগের শান্তিনগর এলাকায় সানোয়ারা গ্রুপের নামে একটি স্থাবর সম্পত্তির সন্ধান পান।বাদী ব্যাংকের আপত্তি দাখিল না করা পর্যন্ত এ সম্পত্তি হস্তান্তর বা কোনোভাবে দায়বদ্ধ করার বিষয়ে নিষেধাজ্ঞা প্রদান করেছেন আদালত।আদেশে নিষেধাজ্ঞা সংবলিত সাইনবোর্ড তফসিলভুক্ত সম্পত্তিতে স্থাপন করতে বাদী ব্যাংককে নির্দেশ দিয়েছেন আদালত।
আদালত সূত্রে জানা গেছে,নালিশি ঋণের বিপরীতে সানোয়ারা গ্রুপের কোনো স্থাবর সম্পত্তি বাদী ব্যাংকের কাছে বন্ধক নেই।তাদের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রদান করা হলেও হাইকোর্ট ডিভিশনের অনুমতি নিয়ে তারা দেশত্যাগ করেছেন।ব্যাংক কর্তৃপক্ষের দরখাস্তের তফসিলভুক্ত সম্পত্তির মালিক নুরুল ইসলাম বিএসসির স্ত্রী সানোয়ারা বেগম।
তাদের পারিবারিক প্রতিষ্ঠান সানোয়ারা করপোরেশনের পক্ষে সানোয়ারা বেগম দরখাস্তের তফসিলভুক্ত সম্পত্তি বিক্রির চেষ্টা করছেন।ঐ সম্পত্তি ক্রোকাবদ্ধ করা না হলে বাদী ব্যাংকের বিপুল পরিমাণ খেলাপি ঋণ আদায় অযোগ্য হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা করছে ব্যাংক কর্তৃপক্ষ। সানোয়ারা বেগম সানোয়ারা ডেইরি ফুডস লিমিটেড ও ইউনিল্যাক সানোয়ারা(বিডি)লিমিটেডের চেয়ারম্যান এবং নুরুল ইসলাম প্রতিষ্ঠান দুটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক হলেও বর্তমানে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
মন্তব্য