সব
২৫ অক্টোবর(চট্টগ্রাম)কেন্দ্রীয় ও চট্টগ্রাম মহানগর বিএনপির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আওয়ামী ফ্যাসিবাদ দোসরদের সন্ত্রাসী কর্মকাণ্ড, লুটপাট,দূর্নীতি দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে ইপিজেড থানা ও ৩৯ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মোঃ আশরাফ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃমজিবুর রহমানের পরিচালনায়ে মিছিলিত্তোর।
বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক নগর বিএনপির জলবায়ু বিষয়ক সম্পাদক মোঃনুরুজ্জামান,বিশেষ অতিথি সাবেক নগর সদস্য মাহাবুব এলাহি,প্রধান বক্তা হিসেবে বক্তব্য যুগ্ম সম্পাদক মোঃ জাবেদ আনসারী,ইপিজেড থানা বিএনপি নেতা মোঃশাহাজান,মোঃ আলী,আয়ুব খান,মোঃনুরুদ্দিন মুন্না।
এছাড়া আরো বক্তব্য রাখেন আলমগীর,মোঃশরিফ,মিজানুর রহমান পারুল,নওশাদ হোসেন,সুমন রহমান, আর জে রাসেল,মোঃহোসেন টিটু, রাশেদ শরিফ,যুবদল সভাপতি হোসনে মোবারক রিয়াদ,সা:সম্পাদক আ জ ম সোহেল,সাইফুর রহমান রনি,সাদ্দাম হোসেন,সেচ্ছাসেবক দলের সভাপতি মোঃইউসুফ সুমন,মোঃসাইফুল, ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ আকিব জাবেদ,মোঃসম্রাট,কৃষক দলের মোঃরনি,মোঃসাহেদ আলী,তাতীদলের জাহিদ আনসারী থানা ওয়ার্ড,ইউনিট বিএনপি,যুবদল ছাত্রদল,শ্রমিক দলের ও জাসাস নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল ও সমাবেশে স্বক্রিয় অংশগ্রহণ করেন।
এছাড়া স্বৈরাচারী-ফ্যাসিবাদ আওয়ামী নাশকতাকারী এবং ০১জুলাই থেকে ০৫ আগষ্ট মাসে গণহত্যায় সক্রিয় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোরদাবী জানিয়েছেন বিএনপি সহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দরা।
একই দিনে বিকেলে পতেঙ্গার ৪০ নং ওয়ার্ডের কাটগড়ে মোঃশাহাবুদ্দিন ও মোঃজাফরের নেতৃত্বে,৪১ নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডে সাবেক কাউন্সিলর ডাঃ মোঃনূরুল আবছারের নেতৃত্বে এবং বন্দর থানা এলাকায় সভাপতি হাজী মোঃহানিফ সওদাগর,সাধারণ সম্পাদক মোঃজাহিদুল হাসান এবং ৩৮ নং ওয়ার্ডে সভাপতি মোঃআজম উদ্দিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে বলে দলীয় সূত্রে জানিয়েছেন।
মন্তব্য