সব
৮ডিসেম্বর চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানাধীন বিজয় নগর এলাকা থেকে গতকাল শনিবার নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ:পুলিশের ধারণা করে বলেন এটি খুনের ঘটনা হতে পারে..!
শনিবার(৭ ডিসেম্বর)দিবাগত রাতে পতেঙ্গার বিজয়নগর এলাকায় একটি বাসা থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।পুলিশ জানায়,নিহত নারীর নাম নাসিমা আক্তার।বয়স আনুমানিক ৩১/৩২ বছর ।
স্বামী নাসিরকে নিয়ে তিনি বিজয়নগর এলাকায় থাকতেন।পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ(ওসি)মাহফুজুর রহমান বলেন,লাশটি প্রায় গলিত। তাকে খুন করা হয়েছে বলে ধারণা করছি।তবে কিভাবে খুন করা হয়েছে, সেটা বুঝতে পারছি না।
লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ(চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলে জানান।
মন্তব্য