সব
১৩ডিসেম্বর(চট্টগ্রাম)নগরের ইপিজেড থানাধীন ৩৯নং ওয়ার্ডস্থ সিডিএ বালুর মাঠে দক্ষিণ হালিশহর ক্রীড়া সংঘের উদ্যোগে ২য় বারের মতো বিজয় দিবস প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
১৩ ডিসেম্বর,শুক্রবার বিকেলে মাসব্যাপী এই টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন প্রধান অতিথি,সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল এর পক্ষে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোঃমিজানুর রহমান পারুল, সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ নওশাদ হোসেন,যুবদলের আহ্বায়ক মোঃহোসনি মোবারক রিয়াদ, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ রাশেদুজ্জামান রাসেল,ওয়ার্ড যুবদলের নেতা মোঃসাইফুর রহমান রনি, আনিসুর রহমান(ছোট আনিস)।
এছাড়া টুর্নামেন্টের সমন্বয়কারী মোঃ ইকবাল হোসেন সুমন স্থানীয় ক্রীড়া সংগঠক ও সাংবাদিক মুঃবাবুল হোসেন বাবলা এবং ধারাভাষ্যকার লুৎফর রহমান আরমান উদ্ধোধনী অনুষ্ঠান পরিচালনা করেনএতে আরো উপস্থিত ছিলেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য মোঃইকবাল হোসেন,আরাফাত, ফয়সাল আরফান ও প্রান্ত প্রমুখ।
সূচনা ম্যাচে ৬৫ রানে অল ষ্টার ইলেভেন ক্রিকেট টিম ব্রাইট ফিউচার ক্রিকেট ক্লাব কে পরাজিত করে।জয়ী দলের মোঃআরিফ ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার লাভ করেন।
আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন মোঃমনির ও অভিরাম।থার্ট আম্পায়ার ছিলেন মোঃজুয়েল।খেলা শুরুর প্রাক্কালে জাতীয় সংগীতের শেষে উভয় টিমের খেলোয়াড়দের সাথে পরিচয় বিনিময় করেন অতিথিরা।
মন্তব্য